বঙ্গবার্তা ব্যুরো,
চাকরি হারানো এসএসসির প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আজ নেতাজী ইনডোর স্টেডিয়ামে বৈঠকে বসছেন মুখ্য মন্ত্রী। ২৬ হাজার শিক্ষক, আশিক্ষক কর্মীর বেশিরভাগ বসে যাওয়ায় স্কুল গুলিতে চূড়ান্ত অব্যবস্থা চলছে। সরকার ও বসে আছে নিশ্চুপে। এই অবস্থায় বেতন বৃদ্ধির দাবিতে আজ থেকে বুধবার পর্যন্ত কর্মবিরতি শুরু করছে পার্শ্ব শিক্ষকদের সংগঠন।
সংগঠনের সভাপতি গোবিন্দ রায় জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। গতকালই জিএসটি সংগ্রহের সাফল্য টেনে মুখ্যমন্ত্রী রাজ্যের আর্থিক অগ্রগতি ও স্বনির্ভরতার দাবী করেছেন, তা সত্য হলে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিতে অসুবিধা কোথায়। নাকি সরকার ইচ্ছাকৃত ভাবে তাদের দিকটি এড়িয়ে যাচ্ছেন। কিন্তু পার্শ্ব শিক্ষকরা কিভাবে তাদের সংসার চালাবেন, জীবন নির্বাহ করবেন তা কি তিনি বুঝতে পারছেন না। এই প্রশ্ন রেখেই আজ থেকে টানা তিনদিনের কর্ম বিরতির ডাক দেওয়া হয়েছে।