তালিকার শীর্ষে থাকা চেক প্রজাতন্ত্রকে ৫-১ গোলে হারাল ক্রোয়েশিয়া, জয় ইতালির

Published by Subrata Halder, 10 June 2025, 11:34 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
তালিকার শীর্ষে থাকা চেক রিপাবলিককে ৫-১ গোলে হারাল ক্রোয়েশিয়া। বিশ্বকাপের বাছাই পর্বে, চেক প্রজাতন্ত্রকে ৫-১ গোলে উড়িয়ে দেয় ক্রোয়াটরা।
ম্যাচে জোড়া গোল করেন আন্দ্রেজ ক্রামারিচ। একটি করে গোল পান লুকা মদ্রিচ ও ইভান পেরিসিচ এবং আন্তে বুদিমির।
টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ক্রোয়েশিয়া। অন্যদিকে এই ম্যাচে হারলেও ৪ ম্যাচে ৩ টি জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেক রিপাবলিক।
এদিকে বরখাস্ত ইতালিয়ান কোচ লুসিয়ানো স্পালেত্তিকে জয় উপহার দিয়েছে শিষ্যরা। ঘরের মাঠে মলদোভাকে ২-০ গোলে হারিয়েছে ইতালি। ৪০ মিনিটে গিয়াকোমো রাসপাদোরি এবং ৫০ মিনিটে আন্দ্রে কামবিয়াসো গোল করে সহজ জয় নিশ্চিত করেন।
রবিবার নরওয়ের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বে ৩-০ গোলে হারের পর বরখাস্ত হন স্পালেত্তি। দ্বিতীয় ম্যাচে জয় পেলেও দুর্বল মলদোভার বিপক্ষে দলের পারফরম্যান্স মন ভরাতে পারেনি সমর্থকদের।

15:11