বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর -২০২৫ সালের আইপিএলে ব্যর্থ হয়েছে সিএসকে। এখন থেকেই ২০২৬ সালের প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই থিঙ্ক ট্যাঙ্ক। একাধিক ক্রিকেটারকে দল থেকে রিলিজ করে দিতে পারে তারা।
প্রাথমিক তালিকা তৈরি করেছেন সিএসকে টিম ম্যানেজমেন্ট। সেই তালিকায় নাম রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। অভিজ্ঞ অফস্পিনারকে গত নিলামে ৯ কোটি ৭৫ লাখ টাকায় কিনেছিল চেন্নাই। নাম রয়েছে ডেভন কনওয়ের। রয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রর নামও। তাঁকে ৪ কোটি টাকায় দলে নিয়েছিল চেন্নাই। এছাড়া তালিকায় রয়েছে রাহুল ত্রিপাঠী স্যাম কারেনের মতো ক্রিকেটার।
শনিবার সমাজমাধ্যমে একটা ছবি পোস্ট করেছে চেন্নাই। সেখানে দেখা যাচ্ছে, দর্শকদের মাঝে একটা গাড়ির উপর দাঁড়িয়ে রয়েছেন রুতুরাজ। ছবিতে লেখা, “বাড়তি ক্ষমতার সঙ্গে বাড়তি দায়িত্ব আসে।” তবে কি চেন্নাই বুঝিয়ে দিল, পরের মরসুমেও রুতুরাজই অধিনায়ক থাকবেন।
টপ অর্ডারে এক জন ভাল ব্যাটার ও সেই সঙ্গে উইকেটরক্ষক হিসাবে ধোনির বিকল্প খুঁজছে চেন্নাই। তাদের নজরে সঞ্জু। রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের সঙ্গে সঞ্জুর জন্য যোগাযোগ করেছিলেন চেন্নাইয়ের কর্তারা।
আইপিএলের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, চেন্নাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্তা বলেছেন, “কোনও খেলোয়াড়ের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি। ধরে রাখার সময়সীমাও এখনও ঘোষণা করা হয়নি, তাই আমাদের কাছে এখনও সময় আছে। খেলোয়াড়দের সঙ্গে কথা বলার পরিকল্পনা নিলামের আগেই করা হয়েছিল এবং একজন সিনিয়র হিসাবে, অশ্বিন এর অংশ। পরবর্তী আইপিএল মরশুমের আগে দলে ভূমিকা বোঝার জন্য এটি একটি পারস্পরিক আলোচনা।

