বঙ্গবার্তা ব্যুরো,
বুধবার রাজ্য বজেট পেশ করতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মীদের সুখবর শুনিয়েছেন ।এদিন তিনি রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডি এ বৃদ্ধির কথা ঘোষণা করেন। পেনশনভোগীরাও এর সুবিধে পাবেন। আগামী পয়লা এপ্রিল থেকে এই ঘোষণা কার্যকর হবে।
এ বারের বাজেটে রাজ্য সরকারি কর্মীদের প্রধান নজর ছিল ডি এর দিকে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাঁদের ডি এর ফারাক ছিল ৩৯ শতাংশ। বাজেটে ৪ শতাংশ ডি এ বৃদ্ধির ফলে এই ফারাক কিছুটা কমল।কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে এখন রাজ্য সরকারি কর্মীদের ডি এর ফারাক দাঁড়াল ৩৫ শতাংশে।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। রাজ্যে সপ্তম বেতন কমিশনের ঘোষণা এখনো হয় নি। ফলে কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছিল। ৪ শতাংশ ডি এর ঘোষণায় সেই ক্ষোভ কিছুটা হলেও কমবে বলেই মনে করা হচ্ছে।