ইজরায়েলি আক্রমনে ইরানে মৃতের সংখ্যা বেড়ে ২২৪

Published by Subrata Halder, 16 June 2025, 03:18 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
ইজরায়েলি বিমান হামলায় ইরানে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২২৪। ইরানি স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, হামলায় আরও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।
এরমধ্যে রবিবার ইজরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি গোয়েন্দা ইউনিটের প্রধান মোহম্মদ কাজেমি নিহত হয়েছেন। একই সঙ্গে তার সহকারী হাসান মোহাক্কেক এবং কমান্ডার মোহসেন বাকেরিও মারা যান।
আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম এবং ইরানের রাষ্ট্রীয় টিভি বিষয়টি জানিয়েছে।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি সাধারণ নাগরিক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনেও হামলা চালিয়েছে ইজরায়েল। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রন্থাগারে ইজরায়েল পরিকল্পিত ও বেপরোয়া হামলা চালিয়েছে।
ইজরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানে বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।