Published by Subrata Halder, 16 June 2025, 01:36 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
ইজরায়েলের উপর ফের হামলা চালালো ইরান। এই হামলায় ইজরায়েলের হাইফা শহরে নিখোঁজ তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িল আট। এই তথ্য জানিয়েছে ইজরায়েলের সরকারি সামরিক রেডিও। এর আগে মধ্য ইজরায়েলে আরও পাঁচজন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছিল।
চার দিন আগে ইজরায়েল ইরানের পরমাণু ও সামরিক ক্ষেত্রে হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান এই আক্রমণ শুরু করে। সেই থেকে ইজরায়েলে মৃতের সংখ্যা ২০ ছাড়িয়েছে, আহত তিন শতাধিক মানুষ।
হাইফা এবং তেল আভিভ সহ ইজরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে, অনেকে গৃহহীন হয়ে পড়েছেন। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক।
এই সংঘাতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ল। আন্তর্জাতিকভাবে বিরোধের অবসান চেয়ে বারবার আহ্বান জানানো হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘর্ষ পুরো মধ্যপ্রাচ্যে আরও বড় রূপ নিতে পারে। এরই মধ্যে ইজরায়েল ও ইরানের সংঘর্ষ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

