Published By Subrata Halder on 2nd April 2025 at 12:58pm
বঙ্গবার্তা ব্যুরো,
মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে তিন ২৭২০। আহত সাড়ে চার হাজারের বেশি। অনেকের অঙ্গ হানি হয়েছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বড় শহর মান্দালয় ও রাজধানী নেপিদ। ভারত সহ অনেক দেশ থেকে উদ্ধারকারী দল এসে কাজ শুরু করলেও এখনও বহু জায়গায় উদ্ধারকর্মীরা মৃতদেহ বের করে আনার কাজ করতে পারেনি। ভূমিকম্পের পর কেটে গেছে চার দিন কিন্তু এখনও উদ্ধার কাজে অনেক ফাঁক রয়েগেছে। যদিও ভগ্নস্তূপের নিচে বায়ু চলাচল না হলে বেঁচে থাকার সম্ভাবনা কম বলে মনে করছেন উদ্ধারকারী দলের দায়িত্বে আছেন যারা। তাই মৃতের সংখ্যা বাড়বে। পানীয় জল ও ওষুধের অভাব অনেক জায়গায়।
