বঙ্গবার্তা ব্যুরো
ছবি- সোশ্যাল মিডিয়া
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে কেন্দ্রীয় এলাকায় আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বাড়ছে। এপর্যন্ত ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৫ টি শিশু । টেক্সাস প্রশাসন সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে।
এদিকে ক্যাম্প মিস্টিক নামে গার্লস সামার ক্যাম্পের চারজন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে । অনেক পরিবার এখনো তাদের সন্তানদের খোঁজে উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন।
গতকালের আকস্মিক বন্যার পর থেকে কের কাউন্টির ক্যাম্প মিস্টিকের ২৭ জন কিশোরীসহ নিখোঁজদের খুঁজে বের করতে জোরালো অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
সেখানকার গভর্নর, গ্রেগ অ্যাবট বলেছেন, প্রশাসনের মূল লক্ষ্য নিখোঁজদের উদ্ধারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া। অনেক এলাকায় বন্যার জল কমতে শুরু করলেও অবস্থা এখনো সংকটজনক।
অ্যাবট প্রশাসন টেক্সাসের বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করেছে, যেটি ট্রাম্প প্রশাসন সম্মতি দিয়েছে, এর ফলে টেক্সাসে ত্রাণ পাঠানো সহজ হবে।
চলতি বছরে ট্রাম্প প্রশাসন এমন বিপর্যয়ে, সহায়তা দানের অনুরোধ প্রত্যাখ্যান করে রাজ্য সরকারগুলোর ওপর দায় চাপিয়েছিল। তবে এবার টেক্সাসে সরকারি সহায়তা পাঠানো হচ্ছে,
বলে মার্কিন প্রশাসন সূত্রে জানানো হয়েছে।