সুইডেনে শিক্ষাকেন্দ্রে বন্দুকবাজের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১০

বঙ্গবার্তা ব্যুরো,
সুইডেনের বয়স্কদের শিক্ষাকেন্দ্রে এক বন্দুকবাজের এলোপাথাড়িতে গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। মঙ্গলবার দুপুরে রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরের রিজবেরগস্কা স্কুলে এই ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ওই বন্দুকবাজও রয়েছে। সুইডেনের ইতিহাসে এর আগে এরকম ঘটনা ঘটেনি। হামলার শিকার হওয়া স্কুলটির নাম রিসবার্গস্কা। স্কুলটি এমন এক ক্যাম্পাসে অবস্থিত, যেখানে শিশুদের শিক্ষাব্যবস্থাও চালু রয়েছে।
পুলিশ পক্ষ থেকে এই হামলাকে সুইডেনের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হিসেবে বর্ণনা করা হয়েছে। পুলিশ বলেছে, শুটিংয়ের আগে অপরাধী তাদের কাছে পরিচিত ছিল না এবং সে কোনো গ্যাংয়ের সঙ্গেও যুক্ত ছিল না। এই হত্যাকাণ্ডের সঙ্গে আপাতদৃষ্টিতে জঙ্গি কার্যকলাপ নেই বলেই ধারণা পুলিশের।তবে কী কারণে ওই বন্দুকবাজ এরকমটা করেছে তা এখনও অজানাই থেকে গিয়েছে। পুলিশ সবদিক খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে।
সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন এক প্রেস কনফারেন্সে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা সম্পূর্ণ নিরপরাধ মানুষের বিরুদ্ধে নৃশংস, প্রাণঘাতী হিংসা দেখেছি – এটি সুইডিশ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা”।