বঙ্গবার্তা ব্যুরো,
হেরেও জয়ের অনুভূতি। ভোটের ফল বেরনোর পর দিল্লি কংগ্রেস নেতাদের মনের অবস্থা এ রকমই বলে অনেকেই মনে করছেন। যে আম আদমি পার্টি দিল্লিতে তাদের শুধু ক্ষমতাই নয় সমস্ত ভোট ব্যাঙ্ক কেড়ে নিয়েছিল এবার তাদের যাত্রা ভঙ্গ হল অনেকটাই কংগ্রেসের কারণে। আপের প্রধান মুখ অরবিন্দ কেজরিওয়াল তো হারলেন কংগ্রেসের সন্দীপ দীক্ষিতের জন্য। ফলে নিজেদের হারের জ্বালা জুড়োতে কংগ্রেস এখন আপের হারে আনন্দ উপভোগ করতে চাইছে।
শুধু নিউ দিল্লি কেন্দ্রেই নয় দিল্লির একাধিক আসনেই কংগ্রেসের ভোট কাটার ফলে জয়ের মুখ দেখতে পেল না আপ। এবারের দিল্লি ভোটে কংগ্রেসের প্রাপ্তি বলতে তাদের ভোট শতাংশ মাত্র দু শতাংশ বৃদ্ধি। এবার তার ছয় শতাংশ ভোট পেয়েছে। গতবারের চেয়ে দু শতাংশ বেশি।
দিল্লি ভোটের ফল স্পষ্ট হতেই ইন্ডিয়া জোটের শরিক ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা সোস্যাল মিডিয়ায় লিখেছেন নিজেদের মধ্যে আরো লড়ুন। উদ্ধবসেনার নেতা সঞ্জয় রাউত বলেছেন, দিল্লিতে আপ-কংগ্রেস একসঙ্গে লড়াই করলে ফলাফল অন্য রকম হত।যদিও তাঁর দল দিল্লিতে কেজরিওয়ালের পাশেই ছিল। শুধু তারাই নয় ইন্ডিয়া জোটের অন্য দুই শরিক তৃণমুল কংগ্রেস এবং সমাজবাদী পার্টিও কেজরিওয়ালের দলকেই সমর্থন করেছিল। অখিলেশ যাদব আপ প্রধান কেজরিওয়ালের সঙ্গে রোড শোও করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভোটের ধাক্কা ইন্ডিয়া জোটের ওপরও পড়বে।
দিল্লির ভোট যেন বদলাপুর
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/delhi-bjp.webp)