বঙ্গবার্তা ব্যুরো,
ছবি-গুগল আর্থ থেকে নেওয়া স্ক্রিনশট
পুনেতে এক অভিজাত এলাকায় ২২ বছর বয়সী তরুণী ধর্ষণের শিকার । কুরিয়ার ডেলিভারি বয় সেজে ওই তরুণীর বাসায় ঢুকেছিলেন ধর্ষক। চলে যাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তি আবার আসার হুমকিও দিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ২ রা জুলাই সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এক কুরিয়ার ডেলিভারি বয় ওই তরুণীর বাসায় ঢোকে। এরপর তরুণীর কাছে মোবাইলের ওটিপি চান। তরুণী ওটিপি না আসার কথা জানালে, ওই ব্যক্তি বলেন কাগজে সই করতে হবে। তরুণী দরজা খুলতেই ওই ব্যক্তি তার মুখে কিছু স্প্রে করেন। এতে তরুণী অচেতন হয়ে পড়লে, তাকে ধর্ষণ করা হয়। এরপর ধর্ষক ওই তরুণীর ফোনে একটি সেলফি তোলেন ও লিখে রেখে যান, আমি আবার আসবো।
ডেপুটি কমিশনার অব পুলিশ জোন ৫ রাজকুমার শিন্ডে জানান, অভিযুক্ত ব্যক্তি দরজায় কুরিয়ার নিয়ে হাজির হন এবং তরুণীর কাছে একটি কলম চান কাগজে সই করার জন্য। তরুণী যখন পেছন ফিরে কলম আনতে যান, তখন ওই ব্যক্তি ঘরের মধ্যে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেন।
পুলিশ জানিয়েছেন, পরবর্তী সময়ে ঠিক কী ঘটেছে তা মনে করতে পারছেন না নির্যাতিতা তরুণী। সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে তিনি জ্ঞান ফিরে পান ও আতঙ্কিত অবস্থায় আত্মীয়দের ফোন করেন। আত্মীয়রা পুলিশে খবর দেয়।