বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- ইস্টবেঙ্গল
ডার্বির আগে বড় ধাক্কা লাল-হলুদ শিবিরে। মহম্মদ রশিদের পিতৃবিয়োগ হয় শুক্রবার। তিনি দেশে ফিরে গিয়েছেন। এদিন অনুশীলন শেষে সেই খবর পান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে দেশে ফেরার অনুমতি দিয়ে দেয় লাল-হলুদ ম্যানেজমেন্ট। ডার্বিতে রাশিদের না থাকাটা ফ্যাক্টর হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য।
এর আগে ইউসুফ ইয়াকুবু ইস্টবেঙ্গলের হয়ে নক আউট পর্বের ম্যাচ খেলবেন বলে দেশে ফেরেননি। সাম্প্রতিক অতীতে এই নজির রয়েছে। তখন ইয়াকুবুর মা প্রয়াত হয়েছিলেন। গোল করে উৎসর্গ করেছিলেন মাকে। রশিদ যদি খেলতে না পারেন, সেটা যেমন লাল-হলুদের কাছে বড় ধাক্কা, তেমনি ভাল খবর অনুশীলনে জয় গুপ্তার যোগ দেওয়া। লেফট ব্যাাক হিসেবে তিনি দলের বড় ভরসা হয়ে উঠবেন বলেই মনে করা হচ্ছে।
লাল-হলুদ শিবির সূত্রে জানা গিয়েছে, অনুশীলনে যোগ দেওয়ার আগে জয়ের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই ডিফেন্ডারের চোট নেই। এই কারণেই তাঁকে অনুশীলনে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়। জয়কে ডুরান্ড কাপের জন্য নথিভুক্ত করা হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। রবিবার কলকাতা ডার্বি । এই ম্যাচে জয়কে খেলানো হবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।
মোহনবাগান কোচ মলিনা আবার সেট পিস মুভমেন্টের ওপর জোর দিলেন। কিছুদিন আগেই চোট পেয়েছিলেন সুহেল ভাট। তাঁকেও দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করতে দেখা গেল। তবে দল নিয়ে এখনও ধোঁয়াশায় রাখছেন মোলিনা।ডার্বির টিকিটের চাহিদা তুঙ্গে, শনিবার থেকে অফ লাইনে টিকিট বিক্রি শুরু হল দুই প্রধানের তাঁবু থেকে। শুক্রবার রাত থেকেই দুই ক্লাবের সামনে লম্বা লাইন।

