বঙ্গবার্তা ব্যুরো,
স্বাধীনতার সময়কাল থেকে বা পরে, দেশে মাওবাদ নকশাল বাদ ও সন্ত্রাসবাদী হামলায় দেশ রক্তাক্ত হয়েছে বারবার। দেশের বিভিন্ন প্রান্তে ১০০ বেশি জেলায় মানুষ এই সব সন্ত্রাসের শিকার হয়েছেন। ভয় ও আতঙ্কের পরিস্থিতি শুধু ওইসব মানুষদের নয়, দেশের সার্বিক উন্নয়নে বাধা তৈরি করেছে।
সবার সাথে সবার বিকাশকে ব্যাহত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সরকার কড়া পদক্ষেপ নেওয়ায় দেশের নিরাপত্তা বাহিনী দেশের অভ্যন্তরে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে পেরেছে। কেন্দ্রীয় সরকার প্রতিজ্ঞা করেছে দেশ থেকে এই বামপন্থী নকশাল বাদ বা মাওবাদকে শিকড় শুদ্ধু উপড়ে ফেলতে। সেই মোতাবেক পদক্ষেপ নিচ্ছে সরকার। তার সাফল্য পাওয়া যাচ্ছে।
মাওবাদী প্রভাবিত অঞ্চলের মানুষ এখন স্বস্তি ও মুক্তির নিশ্বাস ফেলছেন। কেন্দ্র কোনোভাবেই দেশের ভিতরে ও বাইরে থেকে দেশের শান্তি ও সুরক্ষার ক্ষেত্রে আপোষ করবে না বলে দিল্লীতে সংসদ ভবনের সামনে বক্তৃতায় একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।