পিছিয়ে গেল ডার্বি, কবে হবে বড় ম্যাচ ?

আশঙ্কায় সত্যি হল। আগামী শনিবার হচ্ছে না কলকাতা লিগের ডার্বি ম্যাচ। কলকাতা ডার্বি নিয়ে আগে থেকেই একটা জটিলতা তৈরি হয়েছিল। গত কয়েকদিন ধরেই জল্পনা তৈরি হয়েছিল ডার্বি পিছিয়ে যেতে পারে বলে।

বৃহস্পতিবার আইএফএ এর পক্ষ থেকে জানানো হয়েছে, যে নদীয়া জেলা পুলিশ কর্তৃপক্ষ ও আইএফএ পদাধাকারীদের বৈঠকের পর দুই তরফের সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসির ডার্বি ম্যাচ আগামী ১৯ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৬ জুলাই ২০২৫ কল্যানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এত অল্প সময়ে দর্শকদের টিকিট সংগ্রহে অসুবিধার কথা মাথায় রেখেই তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে ডার্বি নিয়ে আলোচনায় বসে আইএফএ। ছিলেন সচিব অনির্বাণ দত্ত, উত্তর ২৪ পরগনা স্পোর্টস ফেডারেশনের সচিব নবাব ভট্টাচার্য ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। তাঁদের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা ধরে বৈঠক হয়। তার পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে ডার্বি পিছিয়ে দেওয়া হবে। দিন বদলালেও জায়গা ও সময় বদলাচ্ছে না।
১৯ জুলাই কলকাতা লিগে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই প্রধানের। কিন্তু সেই ম্যাচের মাত্র দিন তিনেক আগে আইএফএ’ কে চিঠি দিয়ে পুলিশ জানায়, এই ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব নয়।

08:11