জাতীয় গেমসে সোনা জিতেও বাদ বিশ্বকাপের দলে

বঙ্গবার্তা ব্যুরো,
জাতীয় গেমসে জিমন‌্যাস্টিক্সে উজ্জ্বল পারফরম‌্যান্স মেলে ধরেছিল বাংলা। প্রধান ভূমিকা নিয়েছিলেন জয়নগরের মেয়ে প্রণতি দাস। মোট চারটি পদক জিতেছিলেন। জাতীয় গেমসে সাফল্য পেলেও মার্চে অনুষ্ঠিত হতে চলা বাকুতে জিমন‌্যাস্টিক্সের বিশ্বকাপে সেই প্রণতি দাসেরই নাম নেই! ক্ষুব্ধ বঙ্গ জিমন‌্যাস্ট।
বাংলার হয়ে তিনটি সোনা এবং একটি রুপো আনার পরেও বিশ্বকাপে নাম নেই, এখনও বিশ্বাস হচ্ছে না। বাকুতে বিশ্বকাপের যোগ‌্যতা অর্জনের জন‌্য জাতীয় গেমসও একটা মাপকাঠি ছিল। প্রতিষ্ঠা সামন্ত এবং ঋতু দাস সুযোগ পেলে আমার না পাওয়ার কোনও কারণ অন্তত খুঁজে পাচ্ছি না।ক্রীড়া সাংবাদিক ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে বললেন প্রণতি।
জার্মানিতে ভিসা সম‌্যার কারণে যেতে পারেননি বাংলার অন‌্য দুই মেয়ে প্রতিষ্ঠা এবং ঋতু। হতাশ হয়েছেন। কিন্তু নিরাশ না হয়ে বাকুতে পদক জয়কে চাঁদমারি করছেন ওরা দুজন। প্রতিষ্ঠা বলেছেন, আমরা অনেক কষ্ট করে অনুশীলন করি। বাকুতে নিজের সেরাটা উজাড় করে দিতে চাই। প্রথম আটে যোগ‌্যতা অর্জন করাই প্রাথমিক লক্ষ‌্য। সেই লক্ষ‌্যপূরণ হলে পদকের দিকে মন দেব। একই সুর ঋতুর গলায়, জার্মানির কথা এখন অতীত। বিশ্বকাপই পাখির চোখ। আশা করি পদক জিতে যোগ‌্য জবাব দিতে পারব।