বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি: সংগৃহীত
লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পরও এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই নিয়ে ইতিমধ্যেই তুমুল বিতর্ক শুরু হয়েছে। এবার ৬টি দল নিয়ে লিজেন্ডস লিগের আয়োজন করা হয়েছে। ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে টুর্নামেন্ট। ভারতীয় দলের অনেক তারকাই এই ম্যাচ খেলতে চাননি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস লিগেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চান না ভারতের অনেকেই।
ম্যাচের আগেই হরভজন সিংহ, ইউসুফ পাঠান রিপোর্ট অনুযায়ী জানিয়ে দেন তাঁরা ওই হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আগ্রহী নন। ইরফান পাঠানও সহমত পোষণ করেন। তাঁরা এই বিষয়ে কোনও বিবৃতি দেননি অবশ্য। তবে শিখর ধবন পরবর্তীতে সাফ সাফ জানিয়ে দেন তিনি পহেলগাঁও ঘটনার জেরেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তানের ম্যাচ হয়নি, যদি সেমিফাইনাল বা ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হয় তাহলে কী করবেন? শিখর ধাওয়ান সাফ জবাব দেন, আপনি ভুল সময়ে এই প্রশ্নটা করেছেন। এটা করা উচিত হয়নি। আমি আগেও খেলিনি, পরেও খেলব না।
পহেলগাঁও কাণ্ডের পর নিজের নিজের দেশের সমর্থনে মুখ খুলেছিলেন প্রাক্তন ক্রিকেটারেরা। ভারতীয়দের মধ্যে সকলেই পাকিস্তানের নিন্দা করেছিলেন। পাকিস্তানের সংবাদমাধ্যমে ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন শাহিদ আফ্রিদি। যা নিয়ে জল অনেক দূর গরিয়েছিল।