সর্বনাশা নেশাতেই কি প্রাণ গেল সৃঞ্জয়ের, প্রশ্ন পরিজনদের

Dilip

Published By Subrata Halder, 13 May 2025 11:54pm

বঙ্গবার্তা ব্যুরো,
বয়স মাত্র সাতাশ । পেশায় তথ্য প্রযুক্তি কর্মী। মায়ের কারণে তার নাম এখন প্রায় সবারই জানা। তিনি সৃঞ্জয় দাশগুপ্ত। বর্তমানে বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র সন্তান। ডাক নাম প্রীতম। তার অস্বাভাবিক মৃত্যুর খবরে নানা মহলে নানা প্রশ্ন উঠছে। বিশেষ
সূত্রের খবর, প্রীতমের নানা রকম নেশা ছিল। এই নিয়ে মায়ের সঙ্গে একাধিকবার বিবাদও হয়েছে। ছেলের। তাতে কোনফল হয়নি। যদিও নেশা ছাড়ানোর জন্য তার মা অনেকবার চেষ্টা করেছে।
রিঙ্কু মজুমদার বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। সেই সুবাদেই পরিচয় দিলীপ ঘোষের সঙ্গে। তারপরেই দু জনে বিয়ের সিদ্ধান্ত নেন। সূত্রের খবর বহুদিন পর মা আবার নতুন ভাবে জীবন শুরু করতে চাওয়ায় ছেলে নাকি খুশি ছিলেন।যদিও বিয়ের দিন সৃঞ্জয় উপস্থিত ছিলেন না। বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন বেড়াতে।
সেই সময় সৃঞ্জয় জানিয়েছিলেন মায়ের এই সিদ্ধান্তে তিনি খুশি। বিয়েতে উপস্থিত থাকতে না পারলেও পরে দুজনকে উপহার দিয়ে আসবেন।
বিয়ের পর রিঙ্কু মজুমদার, দিলীপ ঘোষের বাড়িতে থাকতে শুরু করেন। ফলে একা হয়ে পড়েন সৃঞ্জয়। অনেকের মতে একাকিত্ব থেকে হয়ত নেশার পরিমাণ বেড়ে গিয়েছিল। তবে এমন নানা সন্দেহ বাড়ছে তার ঘনিষ্ঠ দের মধ্যে। আজ সপূর্জির ফ্ল্যাট থেকে তাকে জ্ঞানহীন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা বলে ছিলেন অনেকগুলি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছেন। তবে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।