অক্ষয় তৃতীয়াতে উদ্বোধন দীঘার জগনাথ মন্দিরের, বাড়তি সতর্কতার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Published By Subrata Halder on 16 April 2025 at 08:55 pm

বঙ্গবার্তা ব্যুরো,
অক্ষয় তৃতিয়ার দিন খুলছে দীঘার জগন্নাথ মন্দির। মন্দিরের উদ্বোধন উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতির খুঁটিনাটি নিজে তদারকি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় নবান্ন সভাঘরে প্রস্তুতি পর্যালোচনা বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন তিনি। জানান, দীর্ঘদিনের স্বপ্ন ছিল দীঘায় জগন্নাথ ধাম গড়ে তোলা। বাংলার পাশাপাশি দেশ-বিদেশের মানুষের কাছে এটি রাজ্যের পর্যটন ও ধর্মস্থানের এক নতুন গন্তব্য হবে বলে আশা মুখ্যমন্ত্রীর।

সভায় মুখ্যমন্ত্রী বলেন, কুম্ভ মেলার মতো হাইপ তৈরি না করলেও অনুষ্ঠান যাতে সুচারুভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রতিটি বিষয়ে বাড়তি সতর্কতা রাখা হচ্ছে। তিনি জানান, উদ্বোধন উপলক্ষে এখানে তিনটি হ্যাঙ্গার তৈরি করা হচ্ছে। সেখানেই যজ্ঞ থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠান হবে। প্রধান হ্যাঙ্গারে ৬ হাজার, দ্বিতীয় ও তৃতীয় হ্যাঙ্গারে যথাক্রমে ৪ হাজার ও ২ হাজার মানুষের বসার ব্যবস্থা থাকবে। থাকবে এলইডি স্ক্রিন, ক্লোকরুম ও নিরাপত্তার জন্য সিসিটিভি।


উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩০ এপ্রিল। ২৯ এপ্রিল যজ্ঞ ও প্রস্তুতিপর্ব পরিচালনা করবেন পুরীর রাজেশ দৈতাপতি ও তাঁর টিম। ৩০ তারিখেই প্রাণপ্রতিষ্ঠা ও ইসকনের হাতে মন্দির হস্তান্তর হবে। অনুষ্ঠান শুরু হবে দুপুর ২.৩০-এ, এবং ৩.১০-এ হবে দ্বারোদ্ঘাটন। থাকবেন জিৎ গাঙ্গুলি, ডোনা, অদিতি মুন্সী প্রমুখ শিল্পীরা।
মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে ঘোষণা করেন, মন্দিরে সোনার ঝাঁটার জন্য তিনি নিজের একাউন্ট থেকে পাঁচ লক্ষ এক টাকার চেক মুখ্যসচিবের হাতে তুলে দেবেন। পাশাপাশি তিনি চান না অনুষ্ঠানটি কোনওভাবে অপবিত্র হোক বা ভিড়ের চাপে বিশৃঙ্খলা তৈরি হোক। তাই রেল স্টেশনে বাড়তি সতর্কতা, সিভিল ডিফেন্স, এনডিআরএফ, স্বেচ্ছাসেবক বাহিনী, সিসিটিভি নজরদারি, ওয়াচ টাওয়ারসহ নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন তিনি।

বয়স্কদের জন্য ‘গ্রীন কার’, পর্যাপ্ত কটেজ, স্থানীয় সেলফ হেল্প গ্রুপের রান্নাবান্না, ডিসপ্লে স্ক্রিন, মিডিয়া সহায়তা এবং তথ্য-সংস্কৃতি দফতরের ব্র্যান্ডিং-সহ সর্বত্র টিম ওয়ার্কের ওপর জোর দেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, প্রশাসন চেষ্টা করবে যাতে কোনও ত্রুটি না থাকে। তাও যদি কোথাও কিছু হয়, আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।”
ভিআইপিদের সংখ্যা সীমিত রাখতে নির্দেশ দেন তিনি। অরূপ, পুলক, স্নেহাশীষ, চন্দ্রিমা, সুজিত, ইন্দ্রনীল দীঘায় উপস্থিত থাকবেন ২৭ তারিখ থেকে, আর ববি থাকবেন কলকাতায়।
দীঘা উন্নয়ন পর্ষদকে স্থায়ী সিসিটিভি লাগানো ও কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত নজরদারির ব্যবস্থা করতে বলেন। পাশাপাশি তিনি ধ্বজা উত্তোলনের জন্য দৈতাপতির কাছ থেকে কয়েকজন পুরোহিতেরও অনুরোধ জানান। সবাইকে একসঙ্গে টিম হয়ে কাজ করার আহ্বান জানান এবং মিডিয়ার সহযোগিতার আবেদন করেন।

03:54