রাজ্যের দিঘা সৈকতে জগন্নাথ ধাম দর্শনে পর্যটকদের ঢল নামবে, আশা মুখ্যমন্ত্রীর

Digha Jagannath Temple to Boost Tourism, Hopes CM Mamata Banerjee

Upload By K. Halder at 28th April 2025, 2:41 PM

বঙ্গবার্তা ব্যুরো,
শান্তি, সম্প্রীতি এবং ঐক্য বজায় রেখ দিঘায় জগন্নাথ মন্দির পর্যটকদের নজর কেড়ে নেবে, দীঘা যাবার আগে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ইতিমধ্যেই দিঘা পৌঁছে গিয়েছেন তিনি, সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ডিজি রাজীব কুমার।


দিঘায় পৌঁছে মন্দির ঘুরে দেখেন। মন্দিরের কাজ দেখে বলেন, এই মন্দির বাংলার স্থাপত্য কলার নমুনা তুলে ধরবে। বুধবার প্রান প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।


মঙ্গলবার মন্দিরে বিশেষ হোম যোজ্ঞ হবে। মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই মন্দিরের নানা উপাচারের কাজ শুরু হয়ে গেছে। পুরীর মন্দিরের রাজেশ দয়িতাপতির তত্বাবধানে চলছে শান্তি যজ্ঞ। ইসকনের সহসভাপতি রাধারমণ দাসও আছেন। ইসকনের প্রায় ৬০ জন ভক্ত মাঙ্গলিক কাজে যোগ দিয়েছেন। ইতিমধ্যে গর্ভগৃহে প্রদীপ জ্বালিয়ে দেবতাকে আহ্বান পর্বের কাজ সাঙ্গ হয়েছে। যে পিঁড়িতে দেবতাকে বসানো হবে তার পুজোও শেষ হয়েছে।


দিঘায় মমতা বলেন এই মন্দির অধ্যাত্ববাদ এবং সম্প্রীতির মিলন ক্ষেত্র হিসেবে চিহ্নিত হবে। তিনি বলেন মানুষ সমুদ্র দেখতে ভালবাসেন। সমুদ্রের টানেই দিঘায় আসেন। এখন এই মন্দির আরও বহু মানুষকে টেনে আনবে।
দিঘার মন্দির এবং তার চারপাশে এখন নতুন রুপটান। শোনা যাচ্ছে সানাই এর সুর। তার সঙ্গেই রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

16:05