Upload By K. Halder at 15th March 2025, 05:05 PM
বঙ্গবার্তা ব্যুরো,
ওয়াকফ সংশোধনী বিলের বিরোধী আন্দোলনে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়ে পড়েছে। বহু মানুষ ঘর ছাড়া। আশ্রয় নিয়েছেন শিবিরে। বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। তিন জনের মৃত্যু হয়েছে। রাজ্যের এই সমস্ত অশান্তির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বিজেপি নেতার অভিযোগ ইচ্ছে করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। একটি সম্প্রদায়ের মানুষ ঘরবাড়ি জ্বালচ্ছে, লুঠ তরাজ চালাচ্ছে, অথচ পুলিশ কড়া পদক্ষেপ নিচ্ছে না। পুলিশের ওপরও হামলা হচ্ছে। এতকিছু হচ্ছে অথচ মুখ্যমন্ত্রী শুধু দর্শকের ভূমিকা নিয়ে বসে আছেন। সব কিছু দেখে বোঝা যাচ্ছে যা হচ্ছে তার নির্দেশেই হচ্ছে।
সোমবার কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন করতে এসে মমতা বন্দোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার আবেদন জানান। দিলীপ ঘোষ সেই বার্তাকে কটাক্ষ করে বলেন, সম্প্রীতি রক্ষা করতে করতে হিন্দুদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। রাজ্য হিন্দু শূণ্য হয়ে যাচ্ছে, খোদ বাংলায় থেকে বাঙালিদের এক জেলা থেকে অন্য জেলায় প্রাণ ভয়ে পালাতে হচ্ছে। আগে এমন দেখা যায়নি।
উনি শুধু মিথ্যা দোষারোপ করে নজর ঘুরিয়ে দিতে চাইছেন, বলেও অভিযোগ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।