হিন্দু শূণ্য করার চেষ্টা চলছে মুর্শিদাবাদে অভিযোগ বিজেপি নেতা দিলীপ ঘোষের

Dilip Ghosh Murshidabad Hindu Minority Kashmir

Upload By K. Halder at 26th April 2025, 11:56 AM

বঙ্গবার্তা ব্যুরো,
মুর্শিদাবাদ থেকে পহেলগাম, কাশ্মীরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজ ইকোপার্কে সাংবাদিকদের তিনি বলেন চাকরিহারাদের সমস্যার স্থায়ী সমাধান করতে হলে রাজ্য সরকারকে উদ্যোগী হতে হবে। তাদের সব তথ্য আদালতে দিতে হবে।
সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক চাকরি হারান। তাই নিয়ে শুরু হয় আন্দোলন। পর্ষদ সুপ্রিম কোর্টে ফের আবেদন জানায়। সেই আবেদনের ভিত্তিতে চাকরিহারা শিক্ষক এবং সরকার ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছে। তার মধ্যেই রাজ্য সরকারকে সব সমস্যার সমাধান করতে হবে।
চাকরিহারাদের মূল দাবি ছিল সরকার যোগ্য- অযোগ্যদের তালিকা প্রকাশ করুক। তাই নিয়ে আন্দোলন শুরু করেন তারা। যদিও এখন সেই আন্দোলন থেকে তারা সরে এসেছেন। দিলীপ ঘোষের বক্তব্য বিষয়টি এখন আর শিক্ষা মন্ত্রীর হাতে নেই। রাজ্য সরকারকেই আন্তরিক ভাবে এগিয়ে এসে আদালতে সমস্ত তথ্য পেশ করতে হবে। তাহলেই এই সমস্যার স্থায়ী সমাধান হবে।
কাশ্মীরের সাম্পতিক ঘটনাকে তিনি মুর্শিদাবাদের ঘটনার সঙ্গে একই দৃষ্টিতে দেখছেন। তিনি বলেন অতীতেও কাশ্মীরে হিন্দূদের ওপর নির্যাতন হয়েছিল, এখনও হচ্ছে। আসলে হিন্দূ শূণ্য করার চেষ্টা। সেই চেষ্টা এখন মুর্শিদাবাদেও হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

07:33