দলীপে নামছেন না, গিলকে নিয়ে উদ্বেগ

বঙ্গবার্তা ব্যুরো , সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

এশিয়া কাপের আগে শুভমান গিলকে নিয়ে উদ্বেগ। অসুস্থতার কারণে খেলতে পারবেন না দিলীপ ট্রফির ম্যাচ।সপ্তাহখানেক ধরে জ্বরে ভুগছেন টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। এখনও পুরোপুরি সেরে উঠতে না পারায় দলীপ ট্রফিতে খেলতে পারবেন না তিনি। বেশ কিছুদিন আগে তাঁর রক্তপরীক্ষাও করা হয়েছিল। তবে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানা যাচ্ছে। আপাতত গিলকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। বর্তমানে তিনি মোহালিতে রয়েছে।

গিলকে অধিনায়ক করে দল ঘোষণা করেছিলেন উত্তরাঞ্চলের নির্বাচকেরা। কিন্তু অসুস্থতার কারণে খেলতে পারবেন না তিনি। গিলের অসুস্থতার কারণে অধিনায়ক পরিবর্তন করতে হচ্ছে উত্তরাঞ্চলকে। শুভমানের পরিবর্ত হিসাবে দলে নেওয়া হয়েছে তরুণ ব্যাটার শুভম রোহিল্লাকে। দলে রয়েছেন অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। তাঁরা দু’জনেই এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে দলীপ ট্রফির একটি ম্যাচ খেলবেন।

আশা করা হচ্ছে, শীঘ্রই এশিয়া কাপের জন্য পুরোদমে অনুশীলন শুরু করে দেবেন। এই খবরটা টিম ইন্ডিয়ার কাছে যে কত বড় আনন্দের, সেকথা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। উত্তরাঞ্চলের এক কর্তা একটি বলেছেন, ‘দলীপ ট্রফিতে শুভমানের খেলার সম্ভাবনা নেই। দল ঘোষণার পর বিষয়টি জানা গিয়েছে। এই পরিস্থিতিতে দলকে কে নেতৃত্ব দেবে, তা নিয়ে আলোচনা করছেন নির্বাচকরা।’ প্রসঙ্গত, আজ থেকে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের উৎকর্ষ কেন্দ্রে শুরু হয়েছে দলীপ ট্রফি।

একটি রিপোর্টে বলা হয়েছে, “তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছে। বিসিসিআইয়ের কাছে গিলের শারীরিক অবস্থার রিপোর্ট দেওয়া হয়েছে। গিল এই মুহূর্তে চণ্ডীগড়ে নিজের বাড়িতে বিশ্রামে আছে।” সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে যথেষ্ট নজরকাড়া পারফরম্য়ান্স করেছিলেন শুভমান গিল। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি সকলের প্রশংসা কুড়িয়েছে।