বঙ্গবার্তা ব্যুরো,
ছবি- সোশ্যাল মিডিয়া
বিশ্বের ৮২ টি দেশে মুক্তি পেয়েছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিরিজের নতুন ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। মুক্তির পর থেকেই দারুণ সাড়া ফেলেছে এই সিনেমা। বক্স অফিসেও ডাইনোসরের পিঠে চড়ে বাড়ছে ছবির আয়।
মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ছবির আয় ১৭১ মিলিয়ন ডলারের বেশি। মোট আয় দাঁড়িয়েছে ৩১৮ মিলিয়ন ডলার। এর মধ্যে শুধুমাত্র উত্তর আমেরিকাতে আয় করেছে ১৪৭ মিলিয়ন ডলার।
‘জুরাসিক পার্ক’ সিরিজের সপ্তম পর্ব, জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। ছবিতে অভিনয় করেছেন, স্কারলেট জোহানসন, জোনাথন বেইলি এবং মাহেরশালা আলির মত অভিনেতা। পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস এবং চিত্রনাট্য লিখেছেন মূল ‘জুরাসিক পার্ক’ লেখক ডেভিড কোয়েপ।
এই ছবিতে মূল গল্প আবর্তিত হয়েছে একটি গোপন মিশনকে ঘিরে। যেখানে দেখা যাবে, ডাইনোসরের ডিএনএ উদ্ধার করে একটি বিস্ময়কর ওষুধ তৈরি করার চেষ্টা চলছে। গল্প, লোকেশন, গ্রাফিক্স, অভিনয় ও নির্মাণের মুন্সিয়ানা সিনেমাটিকে দর্শকের কাছে উপভোগ্য করে তুলেছে বলে দাবি বাণিজ্য বিশ্লেষকদের।
যদিও উত্তর আমেরিকায় ছবিটির শুরু কিছুটা ধীরগতির তবে আন্তর্জাতিক বাজারে এটি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।সবচেয়ে বেশি আয় হয়েছে চীন থেকে। সেখানে ছবিটি ৪১ মিলিয়ন ডলার আয় করেছে। এরপর যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড মিলিয়ে ১৬.৬ মিলিয়ন, মেক্সিকোতে ১৩.৯ মিলিয়ন এবং জার্মানিতে ৭.৬ মিলিয়ন ডলার বাণিজ্য করেছে, ডাইনোসরের এই নতুন গল্প।
আন্তর্জাতিক বক্স অফিসে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপলের প্রযোজনায় নির্মিত এফ১ দ্য মুভি। ব্র্যাড পিট অভিনীত এই রেসিং ড্রামা দ্বিতীয় সপ্তাহে ৭৮ টি বাজার থেকে আয় করেছে ৫৬.৩ মিলিয়ন ডলার। এখনো পর্যন্ত ছবির মোট আয় ২৯৩ মিলিয়ন ডলার। যার মধ্যে ১৮৪ মিলিয়ন এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। যদিও ছবির বাজেট ছিল ২৫০ মিলিয়ন ডলার। তাই লাভের মুখ দেখতে এখনও সময় লাগবে।