Published By Subrata Halder, 11 June 2025, 10:30 p.m.
বঙ্গবার্তা ব্যুরো, সন্দীর সুর
মাত্র কয়েকদিনের অপেক্ষা। তার পরই শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজ। এই সিরিজ নিয়ে উৎসাহী সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার নতুন অধিনায়কের নেতৃত্বে বিদেশে টেস্ট খেলবে ভারতীয় দল। সৌরভের আগ্রহ তা নিয়ে । তবে এরই মধ্যে ভারতীয় দল নির্বাচন নিয়ে প্রশ্নও তুললেন তিনি।
শ্রেয়স আয়ার কে ভারতীয় টেস্ট দলে না দেখে অবাক প্রাক্তন ভারত অধিনায়ক। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে সৌরভ জানিয়েছেন, শ্রেয়স গত এক বছর কিন্তু সেরা ফর্মে খেলেছে। ওর টেস্ট টিমে থাকা উচিত ছিল। যার গত বছরটা চমৎকার গিয়েছে, তাকেই টিমে নেওয়া হল না। চাপের মুখে রান করছে, দায়িত্ব নিচ্ছে। শর্ট বলও চমৎকার খেলছে। যদিও টেস্ট ক্রিকেট অন্যরকম। আমি হলে ওকে এই সিরিজে টিমে রাখতাম।ওর খেলা দেখার অপেক্ষায় ছিলাম। বিরাট এবং রোহিতের মতো দুজন তারকা টেস্টে নেই।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সৌরভ ঋষভ পন্থকে নিয়েও আশাবাদী। পন্থকে এই সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
পন্থ প্রসঙ্গে সৌরভ বলেন, অস্ট্রেলিয়ায় ও যেরকম খেলেছে, আমার ভালো লাগেনি। প্রচুর শট খেলেছে। বল এলেই ব্যাট ঘুরিয়েছে। কিন্তু যেখানে বল ঘুরছে, সেখানে এভাবে ব্যাট চালানো উচিত নয়। ওর ডিফেন্স খুবই ভালো। তাই আরও লড়াই করা উচিত। আমি চাই ও সেভাবে খেলুক। তাতে খারাপ দেখতে লাগুক না কেন। কিন্তু সব বলে ব্যাট চালিও না। আমি জানি ও স্ট্রোক খেলতে ভালোবাসে, সেটাই ওর শক্তি।
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দল প্রসঙ্গে বলছেন, এই দলের নেতার সম্ভবনা অবশ্যই আছে। দুটো জিনিস আমাদের দরকার, এক হচ্ছে ভালো ব্যাটিং, আর দ্বিতীয় জসপ্রীত বুমরাহ র ফিট থাকা। আমরা অস্ট্রেলিয়ায় ২০২০-২১ সালে অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ নিয়েই জিতেছিলাম, রোহিত-বিরাট কেউ ছিল না। তাই আমি এই সিরিজেও না জেতার কোনও কারণ দেখছি না।