আধ্যাত্মিকতার পথে শান্তির খোঁজ

Discovering Peace Through Spirituality: The Essence of Shree Vidya

বঙ্গবার্তা ব্যুরো,

জীবনের দুটি দিক – বেগ ও আবেগ। প্রবাহিত জীবনকে নিয়ন্ত্রণ করতে তথা আবেগকে বশে রাখতে আত্ম নিয়ন্ত্রণ জরুরী আর সেই নিয়ন্ত্রণের শক্তি রয়েছে আধ্যাত্মিক ভাবনার মধ্যে। সেই পথ মানবজীবনের শান্তির জন্য অনুসরণ করা দরকার। শ্রীবিদ্যা সপর্যা বিধি। নামে এমন একটি গ্রন্থ প্রকাশ পেলো কলকাতার সিমলা স্ট্রীটে স্বামী বিবেকানন্দের বাস ভবনে।

বইটির লেখক মহামন্ডলের স্বামী পরমাত্মানন্দজী মহারাজ। তিনি বলেন, কল্যাণ কারীর অভিষ্টকে সিদ্ধ করতে পারে শ্রী বিদ্যা, মা কালী ও মা তারা। তন্ত্রে যে দশমহাবিদ্যা রয়েছে এর মধ্যে তৃতীয় হল – শ্রীবিদ্যা। এই নিয়েই শ্রীবিদ্যা আর তা নিয়েই যে নিয়ম রয়েছে মূলত সেটি হল – সপর্যা বিধি। উপস্থিত ছিলেন আশিস সিনহা, বিদ্যানন্দ নাথ মহারাজ এবং ব্রহ্মময়ী সেবা ট্রাস্টের রমেশ দাস প্রমুখ। বইটি প্রকাশ করেছে সংস্কৃত বুক ডিপো।