আলোচনা হলো, কিন্তু দিশাহীন প্রতিশ্রুতি শিক্ষা মন্ত্রীর

Discussion with Education Minister on Teacher Recruitment

Upload By K. Halder at 12th March 2025, 12:35 PM

বঙ্গবার্তা ব্যুরো,
শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনায় বসেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাঁদের সঙ্গে আড়াই ঘন্টার দীর্ঘ আলোচনায় একটি প্রশ্ন বার বার উঠে আসে। চাকরিহারারা বার বার জোর দেন সরকার যেন যোগ্যদের তালিকা প্রকাশ করে।


শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান এস এস সির কাছে ২২ লাখ মিরর ইমেজ রয়েছে। সরকারের তা প্রকাশ করতে কোনও আপত্তি নেই । শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পর নতুন করে আবার প্রশ্ন উঠছে যে সরকারের কাছে যদি মিররইমেজ থেকেই থাকে তাহলে তা এতদিন সুপ্রিম কোর্টে কেন পেশ করা হল না।


এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন মিরর ইমেজ প্রকাশ করতে সরকারের যেমন আপত্তি নেই তবে যেহেতু বিষয়টি বিচারাধীন তাই এ বিষয়ে আইনি পরামর্শ নিতে হবে।
চাকরিহারাদের দাবি যত দ্রুত সম্ভব মিরর ইমেজ সরকারের ওয়েবসাইটে তোলা হোক। শিক্ষামন্ত্রী জানিয়েছেন সেই প্রক্রিয়া শুরু হয়েছে। দেড় থেকে দু সপ্তাহ সময় লাগবে।
এদিকে এস এস সি কী করে হার্ড ডিস্ক হারিয়ে ফেলে তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে এই প্রসঙ্গে বর্তমান চেয়ারম্যানের পাশে দাঁড়িয়েছেন ব্রাত্য বসু। তিনি বলেন যে সময় হার্ড ডিস্ক হারিয়ে যায় সেই সময় তিনি চেয়ারম্যান পদে ছিলেন না।


এদিকে চাকরিহারাদের বার্তা দিতে গিয়ে শিক্ষামন্ত্রী কৌশলে বিরোধীদেরও নিশানা করেছেন। তিনি বলেন ১৭ এপ্রিল শুনানি আছে। সেদিন সবাই দেখতে পাবেন কারা পর্ষদের বিরুদ্ধে লড়াই করছেন। তাহলেই বোঝা যাবে কারা আসলে যোগ্যদের তালিকাও বাতিল করতে চাইছেন। শিক্ষা মন্ত্রী বলেন যাঁরা চাকরি দিতে পারেন না, তাঁরা চাকরি কেড়ে নিতে চাইছেন।

12:08