Published by Subrata Halder, 13 June 2025, 07:38 p.m.
বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে দেশে ফিরলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ১১ই জুন হৃদরোগে আক্রান্ত হন গৌতমের মা, সীমা গম্ভীর। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আগের থেকে অনেকটাই ভালো আছেন গম্ভীরের মা। মাকে দেখে এবং চিকিৎসা সংক্রান্ত সব ব্যবস্থা করে আবার ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর।
প্রথম টেস্ট শুরুর আগেই গম্ভীর ইংল্যান্ডে চলে যাবেন। বোর্ড সূত্রের খবর, ১৭ই জুন দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। লিডসের হেডিংলিতে প্রথম টেস্টের মাত্র তিন দিন আগে দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর।
স্বাভাবিক ভাবেই ভারতের ইন্ট্রা স্কোয়াড বা ভারত সিনিয়র টিম বনাম ভারত এ ম্যাচে, ডাগ আউটে থাকবেন না গম্ভীর। তার অনুপস্থিতিতে ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন বোলিং কোচ মর্নি মরকেল, সহকারী কোচ সিতাংশু কোটাক ও রায়ান টেন দুশখাতে। ভারত এ দলের কোচের দায়িত্ব থাকবেন ঋষিকেশ কানিতকর।
এ বারের ইংল্যান্ড সফর ভারতীয় দলের কাছে নতুন চ্যালেঞ্জ। বিরাট কোহলি , রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার ফলে তাদের অভাব টিম ইন্ডিয়া কিভাবে মেটায় তা দেখার অপেক্ষায় ক্রিকেট মহল।
ইংল্যান্ড সফরের ঠিক আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা । প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও কয়েকদিন পরেই অবসর ঘোষণা করেন। এর আগে অস্ট্রেলিয়া সফর চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে ভারতীয় টেস্ট দলের কাছে এক নতুন চ্যালেঞ্জ।