ডোমিনিকান রিপাবলিকে একটি নাইটক্লাবের ছাদ ধসে ৯৮ জনের মৃত্যু

Upload By K. Halder at 9th March 2025, 04:46 PM

বঙ্গবার্তা ব্যুরো,
ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিংগোতে একটি নাইটক্লাবের ছাদ ধসে অন্তত ৯৮ জন নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজ এবং প্রাক্তন মেজর লিগ বেসবল পিচার অক্টাভিও ডোটেল। ৫১ বছর বয়সী ডোটেল ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।


মঙ্গলবার ভোররাতে জনপ্রিয় মেরেঙ্গে গায়ক রুবি পেরেজের কনসার্ট চলাকালীন জেট সেট নাইটক্লাবে এই ঘটনা ঘটে। রুবি পেরেজও এই ঘটনায় নিহত হয়েছেন বলে তার ম্যানেজার নিশ্চিত করেছেন। রুবি পেরেজের ব্যান্ডের একজন সদস্য স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, “রাত প্রায় ১টার দিকে” ছাদ ধসে পড়ার সময় ক্লাবটি পরিপূর্ণ ছিল। তিনি বলেন, “আমি ভেবেছিলাম এটি একটি ভূমিকম্প।”


ঘটনার সময় ক্লাবে শতাধিক মানুষ ছিলেন এবং প্রায় ৪০০ জন উদ্ধারকারী এখনও জীবিতদের খুঁজে চলেছেন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।ধসে যাওয়া ছাদের নিচে চাপা পড়া অনেকেই এখনও বেঁচে আছেন বলে আশাও করা হচ্ছে। ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদার আবিনাদর এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

01:50