ব্রিকসের গোষ্ঠীর ভুক্ত দেশ গুলিরউপরে কর বাড়ানোর প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের

বঙ্গবার্তা ব্যুরো: ডলারের পরিবর্তে বিকল্প স্থানীয় মুদ্রায় ব্যবসা করলে আমেরিকা ‘ব্রিকস’ অন্তর্ভুক্ত দেশগুলোর উপর ১০০ শতাংশ শুল্ক চাপাবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য আরও সহজ করতে ডলারের বিকল্প হিসেবে স্থানীয় মুদ্রায় লেনদেনের পথে হাঁটতে চাইছে সদস্য এই গ্রুপের দেশগুলি। এই নিয়ে আগে থেকেই ব্রিকসের অন্তর্ভুক্ত দেশগুলিকে নিয়ে ফুঁসছিলেন ডোনাল্ড ট্রাম্প । এবার ক্ষমতায় এসে দিয়ে দিলেন শুল্ক চাপানোর হুঁশিয়ারি।
সদস্য সংখ্যা বেড়ে ক্রমেই আড়ে-বহরে বেড়ে উঠছে ‘ব্রিকস’।ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকার পর ব্রিকসের সদস্য হয়েছে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহীও। জি৭ বা আধুনিক ক্ষমতাশীল দুনিয়ায় ক্রমশ বিকল্প আন্তর্জাতিক সংগঠন হয়ে উঠছে ব্রিকস। ব্রিকস-এর অন্তর্ভুক্ত দেশগুলির মোট জনসংখ্যা হিসেব করলে, গোটা বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেকই রয়েছে এই দেশগুলিতে।এমন পরিস্থিতিতেই হুমকি দিয়ে রাখলেন ট্রাম্প,জানাতে চাইলেন ডলারে ব্যবসা না করলে আগামীতে ফল ভালো হবে না। সেক্ষেত্রে তাঁর হুমকি আমেরিকার সঙ্গে ব্রিকস দেশগুলি যাই লেনদেন করুক না কেন, তাতে ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে।