গাজা দখল করে কেমন শহর বানাবেন, এআই ভিজ্যুয়াল শেয়ার করলেন ট্রাম্প

বঙ্গবার্তা ব্যুরো,
ফেব্রুয়ারির শুরুতেই ট্রাম্প বলেছিলেন ইসরায়েলের সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে প্রাণঘাতী যুদ্ধে জড়িয়ে থাকা গাজা তিনি দখল করে বদলে দিতে চান। তা নিয়ে এতদিন নানা জল্পনা কল্পনা তৈরি হলেও এবার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ -এ তাঁর নিজস্ব হ্যান্ডেলে প্রেসিডেন্ট ট্রাম্প একটি এআই ভিডিও শেয়ার করেছেন। তাতেই দেখা যাচ্ছে উঁচু অট্টালিকা, জমজমাট বাজার, স্ট্রিপ ক্লাব থেকে সমুদ্র সৈকত সব বিলাসবহুল জীবনধারাই হাজির এখানে।
এই এআই ভিডিওতে সমুদ্র সৈকতে হাসিমুখে বিশ্বের সবচেয়ে ধনী এলন মাস্ককে অর্থ ছড়াতে দেখা গেছে। রয়েছে বেলি ড্যান্সাররা, রয়েছে অতিথিদের বিনোদনের ব্যবস্থা।রয়েছে সমুদ্র সৈকত থেকে বাজার, ট্রাম্প টাওয়ার, নাইটক্লাব ইত্যাদি।সমুদ্র সৈকতে ট্রাম্প এবং নেতানিয়াহুকে বিচ পোশাকে পুলের পাশে দেখা গেছে।যদিও ভিডিওটি শুরু হয়েছে যুদ্ধবিধ্বস্ত এবং ধ্বংসস্তূপে পরিণত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি জেট বিমানের প্রচণ্ড বোমাবর্ষণের শিকার গাজার ছবি দিয়ে।
কিন্তু সত্যিই কি এভাবে বদলে যাবে গাজা? ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব শুনে হতবাক হয়ে যাওয়া বিশ্ব ফের অবাক হচ্ছে তাঁর শেয়ার করা এআই ভিডিও দেখে।তবে এই ভিডিওতে গাজার আসল মালিক প্যালেস্তেনীয়দেরই দেখা যায় নি।ইতিমধ্যে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার বিরোধিতা করেছেন আরব দেশগুলোর নেতারা। হামাসও স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা গাজা ছেড়ে যাবে না। গাজা দখলের যেকোনো পরিকল্পনা তারা প্রতিরোধ করবে।