Upload By K. Halder at 15th March 2025, 08:26 PM
বঙ্গবার্তা ব্যুরো,
মঙ্গলবার মেট্রো রেল ভবনে পালিত হল ভারতরত্ন বি.আর. আম্বেদকরের ১৩৪ তম জন্মবার্ষিকী। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি.উদয় কুমার রেড্ডি অনুষ্ঠানের সূচনা করেন। ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
মেট্রো রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীরাও শ্রদ্ধা জানান এবং সকলের সমান অধিকারের সংরক্ষণে অঙ্গীকার করেন। সারা ভারত তপশিলি জাতি ও উপজাতি রেলওয়ে কর্মী অ্যাসোসিয়েশন এবং মেট্রোর কর্মীরাও এই মহান সন্তানকে শ্রদ্ধাঞ্জলি জানান। ১৪ই এপ্রিল, সোমবার বাবাসাহেবের জন্মবার্ষিকী হিসেবে ছুটি থাকায় মঙ্গলবার তা পালন করা হয়।