গিলের প্রশংসায় দ্রাবিড়, পন্থকে নিয়েও বললেন কথা

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

শুভমান গিল ইতিমধ্যেই টেস্টে নেতা হয়েছেন। টি২০ এবং একদিনের দল সহ অধিনায়ক। গিলের প্রতিভা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়।

সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনকে একটি পডকাস্টে গিল প্রসঙ্গে ভারতীয় দলের প্রাক্তন কোচ দ্রাবিড় বলেন, “শুভমান গিলকে আলাদা করে চেনা যেত।অনেকেই আমাকে বলেছিল গিল দারুন প্রতিভাবান। আমি শুনেছিলাম, গিল দারুণ প্লেয়ার’। আর এটা সত্যি, যখন তুমি যখন ভারতীয় ক্রিকেটের মধ্যে থাকো, আর বৈভব সূর্যবংশী বা আয়ুষ মাত্রের মতো প্রতিভা উঠে আসে, তখন কোচেদের নজরে পড়বেই।

অন্যদিকে পন্থ প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘যখন আমি প্রথম ঋষভ পন্থকে দেখি, তখনই বুঝি ও সবার থেকে আলাদা। আবার যদি ২০১৬ সালের ওই ব্যাচটার দিকে তাকাই, তাহলে মনে পড়বে খলিল আহমেদের কথা। ও এখনও নিজের রাস্তা খুঁজছে। এখনও সেটা ও খুঁজে পাইনি।

১৯৯৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন রাহুল দ্রাবিড়। কোন বোলার তাঁকে সমস্যায় ফেলেছেন, এই প্রসঙ্গে দ্রাবিড় জানান, ”আমি আমার কেরিয়ারের শুরুর দিকে ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিসকে পেয়েছি। ওঁরা তখন কেরিয়ারের শেষের দিকে। তার জন্যই আমি বলব গ্লেন ম্য়াকগ্রার কথা। ওঁর বল খেলতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে আমাকে। আক্রমকে তাঁর শুরুর দিকে যাঁরা খেলেছে, তাঁরা জানে ও কতটা বিশ্বমানের পেসার।