বঙ্গবার্তা ব্যুরো , সন্দীপ সুর
ছবি সোশ্যাল মিডিয়া
রাজস্থান রয়্যালসের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়। বিগত কয়েক বছর ধরেই রাজস্থান রয়্য়ালস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন রাহুল দ্রাবিড়। তাঁর নেতৃত্ব ক্রিকেটারদের একটি প্রজন্মকে উৎসাহিত করেছে। দলের মধ্যে একটা মূল্যবোধ তৈরি করেছিলেন তিনি। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতির উপর তিনি গভীর প্রভাব বিস্তার করেছিলেন।
রাজ্স্থান রয়্যালসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, রাহুল দ্রাবিড়কে আরও বড় পদের অফার দেওয়া হয়েছিল। কিন্তু তা তিনি গ্রহণ করেননি। সূত্রের খবর রাহুল দ্রাবিড়কে হেড অব ক্রিকেট পদের অফার দেওয়া হয়েছিল। ওই পদ রয়েছেন কুমার সঙ্গকারা। মনে করা হচ্ছে হোড কোচের পদে সঙ্গকারাকে আনার পরিকল্পনা রয়েছে রয়্যালসের।
দ্রাবিড়ের সঙ্গে রাজস্থানের সম্পর্ক দীর্ঘ দিনের। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই দলের হয়ে আইপিএল খেলেছিলেন। অতীতে দলের মেন্টর হিসাবেও কাজ করেছেন। গত আইপিএলের আগে প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর পরামর্শেই রাজস্থান কর্তৃপক্ষ গত নিলামে দলে নিয়েছিল বৈভব সূর্যবংশীকে। তাঁর ছোঁয়ায় দ্রুত পরিণত হয়ে উঠেছে বিহারের ১৪ বছরের ব্যাটার।
আইপিএলের আগে কর্নাটকে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন দ্রাবিড়। হুইল চেয়ারে বসে রাজস্থানকে কোচিং করিয়েছিলেন তিনি টিম ইন্ডিয়াকে দীর্ঘদিন কোচিং করিয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দল ২০২৩ এশিয়া কাপ জয় করেছিল। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ভারত দুর্দান্ত পারফরম্য়ান্স করে। ফাইনালে উঠলেও শেষ ম্য়াচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। এরপর ২০২৪ টি-২০ বিশ্বকাপে ভারত নজরকাড়া ক্রিকেট উপহার দেয়। শেষপর্যন্ত খেতাব জয় করে।

