বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি সোশ্যাল মিডিয়া
রাজস্থান রয়্যালসের হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। এবার কি নতুন দলে কোচের ভূমিকায় দেখা যাবে দ্রাবিড়কে? দ্রাবিড়কে হেড কোচ হিসেবে পেতে চাইছে একাধিক আইপিএল দল। তবে সবচেয়ে বেশি আগ্রহী যে ফ্র্যাঞ্চাইজির নাম শোনা যাচ্ছে, তারা কেকেআর! উল্লেখ্য, মাত্র এক বছরের মাথাতেই রাজস্থান রয়্যালসের হেড কোচের পদ ছেড়েছেন রাহুল দ্রাবিড়।
রাজ্স্থান রয়্যালসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, রাহুল দ্রাবিড়কে আরও বড় পদের অফার দেওয়া হয়েছিল। কিন্তু তা তিনি গ্রহণ করেননি। সূত্রের খবর রাহুল দ্রাবিড়কে হেড অব ক্রিকেট পদের অফার দেওয়া হয়েছিল। ওই পদ রয়েছেন কুমার সঙ্গকারা। যারা সদ্য চন্দ্রকান্ত পণ্ডিতকে টিমের হেড কোচের পদ থেকে সরিয়েছে। গত আইপিএল সোনালি-বেগুনির খারাপ যাওয়ার পর এটা মোটামুটি নিশ্চিতই ছিল যে, চাকরি যাচ্ছে পণ্ডিতের। কিন্তু পণ্ডিত-বিদায় হলেও কেকেআর এখনও নতুন হেড কোচ খুঁজে পায়নি। টিমের মেন্টর ডোয়েন ব্র্যাভো রয়েছেন।
দীর্ঘ দিন ধরে কেকেআরে সহকারী ও ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন নায়ার। গত বারের আইপিএলের আগে দলের তৎকালীন মেন্টর গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হন। নায়ার তাঁর সহকারী হলেও চাকরি বেশিদিন টিকিয়ে রাখতে পারেননি।
২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। সেই দলের সহকারী কোচ ছিলেন নায়ার। শেষ বার প্লে–অফে উঠতে পারেনি দল। প্রতিযোগিতার মাঝপথে নায়ার ফিরলেও সাফল্য আসেনি। রাজস্থান থেকে সরাসরি সঞ্জুকে দলে নিতে চায় কেকেআর। অর্থাৎ, ‘ট্রেডিং’-এর মাধ্যমে ভারতীয় উইকেটকিপারকে দলে নিতে চায় তারা। ঠিক এ ভাবেই গুজরাত থেকে হার্দিক পাণ্ডিয়াকে নিয়েছিল মুম্বই।
খবর অনুযায়ী সঞ্জু স্যামসনের বদলে রাজস্থান রয়্যালস সবকিয়টি আগ্রহী ফ্র্যাঞ্চাজিদের থেকে নিজেদের পছন্দের খেলোয়াড় বেছে নিয়ে ট্রেডিংয়ের জন্য বলেছে। কেকেআরের তরফে রমণদীপ সিংহ এবং অঙ্গকৃষ্ণ রঘুবংশীরর একজনকে এগিয়ে দেওয়া হয়েছে ট্রেডিংয়ের জন্য। অভিষেক নায়ারের নতুন পোস্টে দেখে অনেকেই মনে করছেন রমণদীপের কেকেআর হয়তো শেষের পথে।

