বঙ্গবার্তা ব্যুরো,
৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন বিয়ার বা ‘স্বর্ণ ভালুক’ জিতে নিল ড্রিমস (সেক্স লাভ) সিনেমাটি। এই সিনেমাটি এক তরুণীর তার শিক্ষকের প্রতি প্রথম ভালোবাসা ও তার টানাপোড়েনের গল্প বলেছে। গ্র্যান্ড জুরি সিলভার বিয়ার পুরস্কার পেয়েছেন ব্রাজিলিয়ান চলচ্চিত্রকার গ্যাব্রিয়েল মাসকারো তার দ্য ব্লু ট্রেইল চলচ্চিত্রের জন্য।
লিভিং দ্য ল্যান্ড চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন চীনা পরিচালক হুও মেং যা চার প্রজন্মের কৃষকদের জীবন নিয়ে তৈরি।জুরি প্রেসিডেন্ট, আমেরিকান পরিচালক টড হেইনস, চলচ্চিত্রটির নিখুঁত অভিনয় এবং বক্তব্য সম্পর্কে স্পষ্ট পর্যবেক্ষণ এবং তা শিল্পকে কীভাবে চিত্রিত করেছে তা প্রশংসা করেন। তিনি বলেন, “এই সিনেমা তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং আকস্মিক, বিস্ময়কর মুহূর্তগুলির মাধ্যমে আপনাকে গভীরভাবে প্রভাবিত করে।”
এই বছর প্রতিযোগিতায় মোট ১৯টি চলচ্চিত্র ছিল।কানাডিয়ান সিনেমা নির্মাতা লেসলি লোকসি চান লয়েড ওং, আনফিনিশড চলচ্চিত্রের জন্য সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গোল্ডেন বিয়ার পুরস্কার জিতেছেন। জাপানি অ্যানিমেটেড চলচ্চিত্র অর্ডিনারি লাইফ (ফুতসু নো সেইকাতসু) স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে রানার-আপ সিলভার বিয়ার পুরস্কার জিতে নিয়েছে।২০২১ সালে গোল্ডেন বিয়ার জয়ী রোমানিয়ান পরিচালক রাডু জুডে কন্টিনেন্টাল ‘২৫ চলচ্চিত্রের জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন।
বার্লিন চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার জিতে নিল এক ভালবাসার গল্প
