বেহাল রাস্তা নিয়ে মন্ত্রীকে অভিযোগ জানাতে বিধানসভায় বিধায়কদের জন্য চালু ড্রপ বক্স

Published by Subrata Halder, 11 June 2025, 02:27 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
পানীয় জলের পর এবার বেহাল রাস্তা নিয়ে জনপ্রতিনিধিদের অভিযোগ জানাতে বিধানসভায় বসছে ড্রপ বক্স। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে পূর্ত মন্ত্রী পুলক রায় এই ড্রপ বক্স বসানোর কথা ঘোষণা করেন। এদিন বিধানসভার অধিবেশনে একাধিক বিধায়ক রাস্তার বেহাল অবস্থা নিয়ে অভিযোগ তোলেন। এই প্রসঙ্গে অধ্যক্ষ বিধায়কদের অভিযোগ জানানোর জন্য বিধানসভায় একটি ড্রপ বক্স রাখার জন্য নির্দেশ দেন। জমা পড়ার দুদিনের মধ্যে অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট আধিকারিক ব্যবস্থা নেবেন। মন্ত্রী পুলক রায় জানান, আগামীকাল থেকেই বিধানসভায় ওই ড্রপ বক্সের ব্যবস্থা চালু করা হবে। উল্লেখ্য বছর দুয়েক আগে পানীয় জলের সংযোগ নিয়ে জনপ্রতিনিধিদের অভিযোগ নথিভুক্ত করতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে বিধানসভায় ড্রপ বক্স বসানো হয়েছিল।