বঙ্গবার্তা ব্যুরো,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতে আসছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বা দুবাইয়ের যুবরাজ।৮-৯ এপ্রিল এই সফরে প্রধানমন্ত্রী মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি।সোমবার ভারতের বিদেশ মন্ত্রণালয় থেকে একথা জানানো হয়েছে।এটি হবে শেখ হামদান বিন মোহাম্মদ আল মাকতুমের দুবাইয়ের ক্রাউন প্রিন্স হিসেবে ভারতের প্রথম সরকারি সফর।
বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, “ঐতিহ্যগতভাবে, দুবাই ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইউএইতে বসবাসকারী ভারতের প্রায় ৪৩ লক্ষ প্রবাসীর বেশিরভাগই দুবাইয়ে থাকেন এবং কাজ করেন। মহামান্য ক্রাউন প্রিন্সের এই সফর ভারত-সংযুক্ত আরব আমিরাতের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করবে এবং দুবাইয়ের সঙ্গে আমাদের বহুমুখী সম্পর্ককে শক্তিশালী করবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, দুবাইয়ের ক্রাউন প্রিন্স, সংযুক্ত আরব আমিরশাহীর (ইউএই) উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ আল মাকতুম ভারতে এই সরকারি সফরে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার এই বিশিষ্ট অতিথির জন্য একটি কার্যকরী মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। এছাড়াও ক্রাউন প্রিন্স বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
ভারত ও ইউএই-এর মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।২০১৫ সালে প্রধানমন্ত্রী মোদীর ঐতিহাসিক সফরের পর থেকে, দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দিল্লির পর ক্রাউন প্রিন্স মুম্বাই সফর করবেন এবং উভয় দেশের বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে একটি ব্যবসায়িক গোলটেবিলে অংশ নেবেন।এই গোলটেবিলে পরিকাঠামো এবং শক্তির মতো ঐতিহ্যগত ক্ষেত্রগুলির পাশাপাশি ফিনটেক, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের মতো উদীয়মান ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ খুঁজে বের করা হবে।