ডিউক বলের মান খারাপ হচ্ছে,কারণ প্রকাশ্যে আনলেন নির্মাতারা

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

ভারত-ইংল্যান্ড টেস্টে ডিউক বল নিয়ে বিতর্ক অনেক দিন ধরেই চলেছে। তাড়াতাড়ি বলের আকার নষ্ট হয়ে যাচ্ছে। ভারতীয় ক্রিকেটারদের অভিযোগ, খুব তাড়াতাড়ি বল নরম হয়ে যাচ্ছে। ফলে বোলারদের সমস্যা হচ্ছে। এই নিয়ে বিতর্কের মধ্যেই সামনে এল নতুন তথ্য।

বলের মান, টেকসই থাকা, আকার ধরে রাখা এবং দীর্ঘ ক্ষণ শক্ত থাকা নির্ভর করে তার চামড়ার উপর। এই চামড়া তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় গরু। বিশেষ প্রজাতির গরুর নাম ‘অ্যাঙ্গাস হাইটস’। এই বিশেষ প্রজাতির গরুর চামড়ার উপর ক্রিকেট বলের মান কতটা উন্নত, সেটা নির্ভর করে। এমনিতেও এই প্রজাতির গরুর চামড়া শক্তপোক্ত হয় স্কটিশ এবং আইরিশ ঘাস খেয়ে। সেই কারণেই তার পিঠের দিকের চামড়া দিয়ে সবচেয়ে ভালো বল তৈরি করা হয়।

ডিউকের মালিক দিলীপ জাজোদিয়া বলেছেন, “অনেক গোশালা বন্ধ হয়ে গিয়েছে। চামড়ার কারখানায় অন্য প্রজাতির গরুর চামড়া দেওয়া হয়। যে চামড়া চাওয়া হয় সেটা পাওয়া যায় না। আগে আমরা বলে দিতাম, অ্যাঙ্গাস হাইট্‌সই চাই। এখন সেটা অত সহজে মেলে না। নতুন গরুর চামড়া অত মোটা নয় এর আগে গিল বলেছিলেন, ‘বোলারদের জন্য এটা খুব কঠিন।

উইকেট যেমনই হোক, বল খুব দ্রুত আকার হারাচ্ছে। বল দ্রুত নরম হয়ে যাচ্ছে। জানি না, এটা উইকেটের জন্য হচ্ছে না কি অন্য কিছু, কিন্তু এই ধরনের কন্ডিশনে, যেখানে সাপোর্ট কম, বোলারদের উইকেট নেওয়া খুব কঠিন।’

20:46