ডুরান্ডের ডার্বির রং লাল-হলুদ, জোড়া গোল দিয়ামানতাকোসের

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

দিমিত্রি দিয়ামানতাকোসের জোড়া গোলে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোলিনার বাগানকে হারাল অস্কারের ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের ডার্বিতে জয় পেল ইস্টবেঙ্গল। কোয়ার্টার ফাইনালে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপে সেমিফাইনালে ইস্টবেঙ্গল। দেড় বছর পর ডার্বির রং লাল-হলুদ। এর আগে ২০২৪ সালের সুপার কাপে ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল।

রশিদ ম্যাচের আগেই দল ছেড়েছিলেন। ম্যাচের শুরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন হামিদ আহদাদ। কিন্তু দুই বিদেশিকে ছাড়াই বাজিমাত করল লাল হলুদ। প্রথমার্থে একটি গোল ও দ্বিতীয়ার্ধের শুরুতে একটি।

ম্যাচের প্রথম কোয়ার্টারেই ধাক্কা খেল ইস্টবেঙ্গল। চোট পেয়ে মাঠে বসে পড়লেন হামিদ। অস্কার নামান দিয়ামানতাকোস। বাধ্য হয়ে এই বদল করতে হল ইস্টবেঙ্গলকে। মোহনবাগানের জালে বল জড়ালেও অফসাইডের কারণে দিয়ামানতাকোসের গোল বাতিল হয়ে যায়।

৩৬ মিনিটে বক্সের মধ্যে আশিস রাই ফেলে দেন বিপিন সিংকে। রেফারি ফাউল দিলে পেনাল্টি থেকে কোনও ভুল করেননি দিমি। বিশাল কাইথ ঠিক দিকে ঝাঁপালেও কাজ হয়নি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আপুইয়া গোলে শট নিলেও বাঁচিয়ে দেন গিল।

৫২ মিনিটে ফের গোল লাল হলুদের। মহেশের পাস থেকে বক্সের মধ্যে বল পেয়ে বাঁ পায়ে শট মেরেছিলেন দিয়ামানতাকোস। মোহনবাগানের আলবের্তোর গায়ে লেগে বল গোলে ঢুকে গেল। জার্সি খুলে সেলিব্রেশন করে হলুদ কার্ড দেখলেন লাল হলুদ স্ট্রাইকার।

৬৮ মিনিটে ব্যবধান কমালেন অনিরুদ্ধ থাপা। বক্সের বাইরে থেকে ডিফেন্স চেরা শটে গোল করেন তিনি। গোল করার পর মহুর্মুহু আক্রমণ করে মোহনবাগান। কিন্তু এরপর আর গোল করতে পারেনি কোন দল। ফলে ম্যাচ জিতল লাল হলুদ।