বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
চনা হল ডুরান্ড কাপের। বুধবার যুবভারতীতে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪.৪০ মিনিটে যুবভারতীতে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। অন্যান্যবারের মতো এবারও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টে বল গড়াল। মাঠে বসে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পাঁচটা নাগাদ অনুষ্ঠানের সূচনা হয়।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হল। আগের বছরের মতো এবারও ছিল ‘ফ্লাইপাস্ট’। অর্থাৎ, এয়ার শো। সেনার তিনটে হেলিকপ্টার যুবভারতীর আকাশের ওপর দিয়ে উড়ে যায়। দুই দলের প্লেয়ারদের লাইন আপের সময় হয় এয়ার শো।
এবার মাঠে এলেন মুখ্যমন্ত্রী। ফুটবলে প্রথম শট মারলেন। কয়েক মুহূর্ত পরে দ্বিতীয়বার ফুটবলে শট মারেন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন মাঠে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকলমন্ত্রী সুজিত বসু, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিরা। এছাড়াও ছিলেন সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পদাধিকারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘ডুরান্ড কাপ প্রাচীনতম টুর্নামেন্টে। ১৮৮৮ সালে শুরু হয়েছে। আজকে ইস্টবেঙ্গল খেলছে। বাংলায় শুরু হল। আমরা গর্বিত,এবার বাংলার চারটে দল অংশ নিচ্ছে।। আগামী বছর ডুরান্ড আরও বড় করে হবে। তবে আইএসএল জটিলতা নিয়ে মুখ খোলেননি মুখ্যমন্ত্রী। এবার ডুরান্ডে চোখে পড়ার মতো পরিবর্তন পুরস্কার মূল্যে। আগের মতো আর ১.২০ কোটি নয়, এবার চ্যাম্পিয়ন দল পাবে ৩ কোটি টাকা। রানার্স আপ দল পাবে ১.৫ কোটি টাকারও বেশি। এছাড়া কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালিস্ট দলগুলোর জন্যও রয়েছে বাড়তি অর্থমূল্য।