Published by Subrata Halder, 20 June 2025, 08:19 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
আগেই হয়েছিলেন নাইটদের মেন্টর। এবার দায়িত্ব দেওয়া হলো কোচের । ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ব্র্যাভোকে প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। তাকে ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব দিয়েছেন নাইট কর্তৃপক্ষ। এত দিন দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ফিল সিমন্স। টিকেআরের সঙ্গে কাটিয়েছেন ৯টি মরশুম। এই ফ্র্যাঞ্চাইজিকে তিনি চারটি কাপ জিতিয়েছেন।
সোশাল মিডিয়ায় ব্র্যাভো লেখেন, টিকেআরের কোচ হওয়াটা সম্মানের। কারণ এই দল আমার মনের খুব কাছের । ফিল সিমন্সকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। তিনি খুবই নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। এবার নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি।
গতবছর পেশাদার ক্রিকেট থেকে অবসরের পর বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজির লিগগুলোতে নাইট রাউডার্সের সঙ্গে যুক্ত রয়েছেন ব্রাভো ৷ গৌতম গম্ভীরের পরিবর্ত হিসেবে ২০২৫ সালের আইপিএলের আগে টি ২০ ক্রিকেটের দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারিকে মেন্টর পদে বসিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ যদিও প্রথম মরশুমে দলকে সাফল্য এনে দিতে পারে নি ব্র্যাভো ।