বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্য জুড়ে টোটো পরিষেবা যেমন জনপ্রিয় তেমনি স্থানীয় পরিবহন হিসেবে ততটাই অপরিহার্য। এই মুহূর্তে কিন্তু তা নিয়ে বিব্রত রাজ্য পরিবহন দফতর। টোটোর বিরুদ্ধে অভিযোগের বন্যা। যানজট বাধিয়ে নাকাল করে তুলতে টোটোর বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এই নিয়ে শিলিগুড়ি থেকে হাওড়া, বারাসত থেকে দূর্গাপুর এবং আসানসোল থেকে কল্যাণী জেরবার। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বলেন, নতুন নীতি শীঘ্রই চালু হবে। বর্ধমান থেকে চুঁচুড়া দিনের পর দিন সংখ্যায় তা বাড়ছে। যে কেউ যে কোনও জায়গায় টোটো কিনে নিয়ে চালাচ্ছে। কিছু করার ও নেই। কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট আইন রয়েছে। রাজ্য সরকারের তরফেও চিন্তাভাবনা চলছে তাদের বাগে আনতে নতুন দাওয়াই দিতে হবে। কিউ আর কোড সহ রেজিস্ট্রেশন এর আওতায় আনা হতে চলেছে টোটো। খুব শীঘ্রই বিঞ্জপ্তি জারি করবে রাজ্য পরিবহণ দফতর। তবে কাউকে জীবিকা চ্যুত করা হবে না বলে আশ্বাস ও দেন পরিবহন মন্ত্রী।
টোটো নিয়ে রাজ্য সরকারের নতুন নীতি চালু হবে কিউ আর কোড যুক্ত রেজিস্ট্রেশন
