Upload By K. Halder at 26th April 2025, 08:10 PM
বঙ্গবার্তা ব্যুরো,
ক্রিকেট ডার্বিতে বাজিমাত ইস্টবেঙ্গলের। সিএবি পরিচালিত প্রথম ডিভিশন লিগের সেমিফাইনালে মোহনবাগানকে ৭৭রানে হারিয়ে ফাইনালে উঠলো লাল হলুদ। চিরপ্রতিদ্বন্দীর দ্বৈরথে সাম্প্রতিক অতীতে বারবার মোহনবাগান টেক্কা দিচ্ছিল ইস্টবেঙ্গলকে। ফলে দুই দলের সমর্থকরা পরস্পরকে টিপ্পনি কাটত। ফুটবলে প্রায় সব বিভাগে চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও হকি লিগে চ্যাম্পিয়ন হয়ে সবুজ মেরুন সমর্থকদের উৎসব ছিল। এই অবস্থায় ক্রিকেটের বাইশ গজে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের লড়াই ছিল ভিন্ন মাত্রার। প্রথম থেকে লাল হলুদ ক্রিকেটাররা ম্যাচের নিয়ন্ত্রন রেখেছিল। প্রথমে ব্যাটিং পরে বোলিংয়েও চিরপ্রতিদ্বন্দীকে টেক্কা দিয়েছে ইস্টবেঙ্গল। প্রথমে ব্যাট করতে নেমে ১০৩ ওভারে নয় উইকেটের ব্যবধানে ৪০৯ রান তোলে। সল্টলেকের ভিডিওকন মাঠে সাত্যকি দত্তর ১৩৭ বলে ১০৭ রান ও সন্দীপন দাসের ২৩৬ বলে অপরাজিত ১০৮ রান ইস্টবেঙ্গলকে বড় রানের ভিত গড়ে দেয়। মোহনবাগানের সৌরভ হালদার পাঁচটি উইকেট নেন।
ব্যাট করতে নেমে মোহনবাগান ১১৮ ওভারে ৩৩২ রান তোলে। মোহনবাগানের শভঙ্কর ৩৩৮ বলে ১৪৮ রান করলেও, জয়ের জন্য যথেষ্ট ছিল না। ইস্টবেঙ্গলের শ্রেয়ান চক্রবর্তী চার এবং বিকাশ সিং দুটি উইকৈট নেয়। মোহন বাগান কে হারিয়ে ফাইনালে ওঠার খুশির হাওয়া ক্লাবের অফিসে।