মশাল জ্বলবে রবীন্দ্র সদনে

East Bengal Documentary Mashaal Release

Upload By K. Halder at 23th April 2025, 11:54 PM

বঙ্গবার্তা ব্যুরো,
মশালের রং দেখা যাবে ২৪ শে এপ্রিল রবীন্দসদনে। বলিউড বা টলিউডের কোনও বানিজ্যিক ছবি নয়। মশাল ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ পার করার দলিল। যা সেলুলয়েডে বন্দী করেছেন জাতীয় পুরস্কার জয়ী চলচিত্র পরিচালক গৌতম ঘোষ। বৃহস্পতিবার ছবি মুক্তিকে কেন্দ্র করে ইস্টবেঙ্গল একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ক্লাবের শতবর্ষের তথ্যচিত্র মশাল এর শুভমুক্তি অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। এই তথ্যচিত্র তৈরির কাজ পাঁচ বছর আগে শুরু হয়েছিল। কিন্তু কোভিড অতিমারির কারনে তা বাধাপ্রাপ্ত হয়। ফলে শুভমুক্তিও দেরীতে হল। মুখ্যমন্ত্রী সন্ধ্যা সাড়ে পাঁচটায় রবীন্দ্রসদনে আসবেন। তার আগে বিকেল চারটেয় রবীন্দ্রসদনের মূল ফটকের কাছে মঞ্চ তৈরি করা হচ্ছে। সেখানেই সদ্য মেয়েদের আই ডব্লু এল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল দলকে সম্মানিত করা হবে। এছাড়াও গান বাজনার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতি অনুষ্ঠানের মূল আকর্ষন। তিনি ছাড়াও থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস,কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, চিত্রপরিচালক শিবপ্রসাদ,নন্দিতা,সৃজিত মুখার্জী এবং চলচিত্র তারকা প্রসেনজিৎ।
২৮ শে এপ্রিল থেকে নন্দনে ইস্টবেঙ্গলের শতবর্ষের তথ্যচিত্র মশাল প্রদর্শিত হবে। এছাড়াও বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন ভবিষ্যতে আরও একটি সিনেমা তৈরি করে লাল হলুদের ইতিহাসকে রিলবন্দী করার চেষ্টা হবে। বর্তমানে দলের সামগ্রিক খারাপ পারফরম্যান্স ইস্টবেঙ্গলের নামের সঙ্গে খাপ খায়না। তবুও স্বর্ণালী ইতিহাস আগামীর কাছে তুলে ধরার চেষ্টা হবে বলে জানানো হয়েছে। মশাল তথ্যচিত্র শুভমুক্তিতে কোচ অস্কার ব্রুজো থাকবেন। বেশ কয়েকজন ফুটবলারও থাকবেন। তবে ইস্টবেঙ্গল ক্লাবের মেয়েরা আইডব্লুএল চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও জার্সিতে চ্যাম্পিয়ন লেখার অনুমতি ফেডারেশন দেয়নি বলে অভিযোগ তোলা হয়েছে।

23:19