বঙ্গবার্তা ব্যুরো,
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের আরকাদাগ এফসি। তুর্কমেনিস্তানের ক্লাব দলটি গত দুই বছরে একটিও ম্যাচ হারেনি। দলে বিদেশি কোনও ফুটবলার নেই। সদ্য মরসুম শুরু করেছে তারা। ফলে শারীরিকভাবে তরতাজা।
এএফসির মঞ্চে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। অধিনায়ক সওল ক্রেসপোকে পাশে নিয়ে জানিয়েছেন,গর্বের মুহূর্ত আমাদের কাছে। দেশের প্রতিনিধিত্ব করার দায়িত্ব এখন আমাদের কাছে। দল মানসিকভাবে পরিনত এবং ছন্দে রয়েছে। আশাকরি ভালো ম্যাচ হবে। চোট সমস্যায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ম্যাচে আনোয়ার আলিকে পাবে না ইস্টবেঙ্গল।
ম্যাচটি ট্যাকটিক্যাল দক্ষতাকে সামলে শারীরিক সক্ষতার। অস্কার বলছেন,দুটো দলের কাছেই ম্যাচটি ভিন্নভাবে গুরুত্বপূর্ন। আমাদের সুবিধা মরসুমের শেষে ম্যাচটি খেলতে নামছি। ফলে বোঝাপড়ার সমস্যা নেই। প্রতিপক্ষ সবে শুরু করায় তরতাজা। চোট সমস্যা না থাকলেও বোঝাপড়ার অভাব রয়েছে। এই ম্যাচ দুদলের ইচ্ছেশক্তির ভিত্তিতে নির্নায়ক হবে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ভূটানে প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ভালো পারফরম্যান্স করেছিল ইস্টবেঙ্গল। সেই পারফরম্যান্স থেকে অক্সিজেন নিতে চাইছে।
প্রতিপক্ষ আর্কাদাগ এফসি নিয়ে হোমওয়ার্ক সেরেছেন। ইস্টবেঙ্গল কোচ। অধিনায়ক সওল ক্রেসপোর গলায়। বলছেন,শুধু আমি নই সাজঘরের প্রতিটি সদস্য এই ম্যাচের গুরুত্ব জানে। ভালো কিছু করার জন্য মুখিয়ে। আশাকরি ভালো কিছু আর্কাদাগের বিরুদ্ধে করতে পারব।
এএফসিতে অস্কার ব্রুজোর ট্র্যাক রেকর্ড যথেষ্ট ভালো। ছয়বার অংশ নিয়েছেন। সাফল্যের হার ওপরের দিকে। নিজের ট্র্যাক রেকর্ডে আস্থা রয়েছে অস্কারের। তাই স্বপ্ন দেখতে পারে লাল হলুদ জনতা।
এএফসি কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল
