Published By Subrata Halder, 27 May 2025,11 :22 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
ই এম বাইপাশের ধারে সন্তোষ পুরে, কিশোর ভারতী স্টেডিয়ামে আইএফএ পরিচালিত কন্যাশ্রী কাপের ফাইনালে ইস্টবেঙ্গল ক্লাব টাইব্রেকারে শ্রীভূমি স্পোর্টিংকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল। নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফলাফল ছিল ১-১। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায় সহ আইএফএ কর্মকর্তা ও ক্রীড়া দফতরের আধিকারিকরা।