অবিশ্বাস্য কিছু না ঘটলে ইস্টবেঙ্গলের প্রথম ছয়ে ঢোকার সুযোগ আছে

বঙ্গবার্তা ব্যুরো,
অঙ্কের জটিল তত্ত্বে ইস্টবেঙ্গলের প্রথম ছয়ে ঢুকে পড়ার সুযোগ রয়েছে। তবে সেই সম্ভাবনা এতটাই কঠিন যে তার সঙ্গে তুলনা হতে পারে ক্লেটন সিলভার এই মরসুমে ফের লাল হলুদ জার্সি পড়ে মাঠে নামার মত। সামনের পাঁচটি ম্যাচে ভালো করতে পারলে অন্তত সমর্থকদের বাড়তে থাকা ক্ষোভে লাগাম পড়ানো যেতে পারে। ইতিমধ্যে ইস্টবেঙ্গল ফুটবলাররা সমর্থকদের বিক্ষোভ দেখেছেন। পরিস্থিতি বদল না হলে এই ক্ষোভের আগুন বাড়বে। রবিবার মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে পরিস্থিতি বিচার করতে চাইছেন। নবাগত বিদেশি রাফায়েল মেসি বাউলিকে নিয়ে কোচ অস্কার ব্রুজো বলছেন,চাপ নয়,সমর্থকদের বিক্ষোভকেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছি। মহমেডানের বিরুদ্ধে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। চলতি মরসুমে মোটের ওপর শক্তিশালী দল গড়েও সমর্থকদের আশা পূরনে ব্যর্থ ইস্টবেঙ্গল। প্রথম ছয়টি ম্যাচে পরাজয়, প্রথম ছয়ে জায়গা করার কাজটা কঠিন করেছে। গোদের ওপর বিষফোঁড়ার মত দলের চোট সমস্যা অস্কারের কাজটা কঠিন করে দিয়েছে। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে জিকসন সিং,রিচার্ড সেলিস চোটের জন্য নেই। প্র্যাকটিসে শনিবার মহেশ নওরেম সিংও ছিলেন না। রিহ্যাব করলেন। যদিও লাল হলুদ কোচ বলছেন মহেশের চোট নেই। চাপ কমাতে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে দুজন নয় দলের আরও কয়েকজন চোট আঘাতে জর্জরিত। প্রতিপক্ষের সুবিধা হয়ে যাবে এই শঙ্কায় চোট আঘাতের সম্পূর্ন তালিকা প্রকাশ করলেন না। কার্ড সমস্যায় রবিবার লালচুনুঙ্গা নেই। প্রায় প্রতিটি ম্যাচেই চোট এবং কার্ড সমস্যায় প্রথম একাদশের পুনরাবৃত্তি করা ইস্টবেঙ্গলের সমস্যা হচ্ছে, মানছেন কোচও। তার মতে, প্রথম একাদশে কোন স্থিরতা নেই। প্রত্যেক ম্যাচে দল পরিবর্তন করতে হচ্ছে সেই জন্য আমাদের খেলায় সেরকম ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে না। চেন্নাইয়ন এফসি ম্যাচে তিন গোলে হারের সঙ্গে হতাশা বেড়েছে। বাকি পাঁচটি ম্যাচে আমাদের লক্ষ্য যতটা সম্ভব পয়েন্ট তুলে নেওয়া।মহমেডান ভালো দল ওদের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে হবে।মেসি বাউলি প্রথম থেকেই খেলবে। চোট সমস্যার জন্য অনেকে নেই তবে এখনই আমি তাদের নাম বলতে চাই না। মহেশের কিছুটা চোট রয়েছে ওকে নিয়ে আমরা কোনরকম ঝুঁকি নিতে চাই না। ওকে নিয়ে চিন্তার কিছু নেই, মন্তব্য অস্কার ব্রুজোর।
কোচের পাশে বসে মেসি বাউলি বলছেন তারা পেশাদার ফুটবলার। দলের প্রয়োজনে যে ফুটবলারই গোল করুক না কেন তা স্বাগত।
ইস্টবেঙ্গল ম্যাচকে সম্মানের ম্যাচ হিসেবে দেখছে মহমেডান স্পোর্টিং। পয়েন্ট টেবিলে ১৩ নম্বরে। কোচ মেহেরাজউদ্দিন বলছেন, সম্পূর্ণ অন্য মহমেডানকে দেখা যাবে, ডিফেন্স অনেক সংঘটিত করে আমরা নামব। আমাদের লক্ষ্যই থাকবে প্রথমে প্রতিপক্ষকে মেপে নিয়ে তারপর সেই মতো আক্রমণে যাওয়া। সম্মানের লড়াই এই লড়াই হারলে চলবে না। দলে চোট আঘাত সমস্যা অল্প হলেও রয়েছে। তার ওপর কাশিমভ কার্ড সমস্যায় তিন ম্যাচের জন্য বাইরে। কাসিমভের না থাকা নিয়ে একেবারেই ভাবছি না ওর জায়গায় যে খেলবে সে নিজের সেরাটা দেবে, বলছেন মেহেরাজ।
দারুনভাবে আইএসএল শুরু করেও হারের অন্ধকারে সাদাকালো ব্রিগেড। গোলের সুযোগ তৈরি করলেও গোল করতে পারছেন না ফ্রাঙ্কা,অ্যালেক্সিসরা। পাশাপাশি রক্ষনও ভুল করে চলেছে। “আমাদের ডিফেন্সে ব্যক্তিগত ভুল হচ্ছে। আমরা শেষ মিনিট পর্যন্ত মন সংযোগ রাখতে পারছি না এই ব্যাপারে অনুশীলানেও আলোচনা করেছি। আমরা নিজেদের সেরাটা দিচ্ছি, বলছিলেন সাদাকালো কোচ। প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গলকে নয় জনে পেয়েও হারাতে ব্যর্থ হয়েছিল মহমেডান। সেই ব্যর্থতা ভুলে মেহেরাজ বলছেন, কতবার নয়জনের ইস্টবেঙ্গল এর বিরুদ্ধে ড্র করেছিলাম সেটা অন্যদিন ছিল। কাল সম্পূর্ণ অন্য দিন। কালকে সব নতুন করে আমাদের পরিকল্পনা সাজাতে হবে কাল নিশ্চয়ই ১১ জনের বিরুদ্ধে ৯ জন খেলবে না। আমরা সুপার সিক্স সে উঠতে পারবো না কিন্তু ইস্টবেঙ্গল কে হারিয়ে সমর্থকদের যোগ্য মর্যাদা দিতে চাই।