লিগের ম্যাচে পাঠচক্রের কাছে হার ইস্টবেঙ্গলের, দল গঠনে জোর চমক

বঙ্গবার্তা ব্যুরো সন্দীপ সুর

ছবি- আইএফএ

কলকাতা লিগে ফের ধাক্কা খেল ইস্টবেঙ্গল। পাঠচক্রের কাছে ০-১ গোলে পরাজিত হল লাল হলুদ। হারলেও খেলায় আধিপত্য ছিল ইস্টবেঙ্গলের। একাধিক গোলে জিততে পারত। কিন্তু অ্যাটাকিং থার্ডে ব্যর্থতা দেখা গেল। অন্যদিকে পরিকল্পিত ফুটবলে বাজিমাত মামনি গ্রুপ পাঠচক্রের। আগাগোড়া রক্ষণাত্মক ফুটবল।

ম্যাচের ৮৭ মিনিটে একমাত্র গোল ডেভিড মোটলার। ইস্টবেঙ্গলের রক্ষণের ভুলকে কাজে লাগিয়ে এগিয়ে যায় পাঠচক্র। গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন আদিত্য পাত্র। সেই সুযোগ কাজে লাগিয়ে কাউন্টার অ্যাটাক থেকে গোল তুলে নেন ডেভিড।

পাঠচক্রের জয়ের নায়ক অর্ণব দাস। সম্প্রতি তাঁর মা প্রয়াত হয়েছেন। কিন্তু তারপরও মাঠে নামতে চেয়েছেন। আর গোলপোস্টের তলায় দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন তিনি। শেষের দিকে ইস্টবেঙ্গল সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। কিন্তু ঠিক সময় বেরিয়ে এসে দলের পতন রোধ করেন তিনি।

আগের ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে কোনও মতে ড্র করেছিল ইস্টবেঙ্গল। ২ গোলে পিছিয়ে থেকে সমতা ফিরিয়েছিলেন প্রভাত লাকরারা। ম্যাচের পর লাল-হলুদের কোচ বিনো ক্ষমা চেয়ে নিয়েছিলেন সমর্থকদের থেকে।
আসলে এই ইস্টবেঙ্গল দলটা পুরো দলটা গতবছরের ছায়া মাত্র ৷ বোঝাপড়া নেই, রক্ষণের একাধিক ফাটল এবং চাপে পড়লে দিগভ্রষ্ট হয়ে পড়ার দোষে দুষ্ট এবছর কলকাতা লিগের ইস্টবেঙ্গল ৷ সবমিলিয়ে তাঁরা যে পরাজয়ের অন্ধকারে তলিয়ে যাবে, সেটাই স্বাভাবিক ৷

এদিকে লাল হলুদে যোগ দিলেন জয় গুপ্তা। গোয়ার ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, রেকর্ড চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন জাতীয় দলে খেলা সাইড ব্যাক। তাদের তরফ থেকে শুভেচ্ছাও জানানো হয়েছে জয়কে। কিন্তু কত টাকায় ইস্টবেঙ্গলে আসছেন তিনি? গোয়ার তরফ থেকে ঘোষণা করা না হলেও জানা যাচ্ছে যে, প্রায় দেড় কোটি টাকার বিনিময়ে লাল-হলুদ শিবিরে আসছেন জয়।

03:16