Published By Subrata Halder On 01st April 2025 at 12:07am
বঙ্গবার্তা ব্যুরো,
সোমবার হোপস এফসিকে ৬-১ গোল হারাল ইস্টবেঙ্গলের মেয়েরা। একই সঙ্গে আইডব্লুএল ট্রফির অনেক কাছে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। এই ম্যাচ দেখতে কল্যাণী গিয়েছিলেন হেড অফ ফুটবলের দায়িত্বে আসতে চলা থংবই সিংটো। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন সৌম্যা গুগুলথ, সন্ধ্যা রঙ্গনাথন, মৌরিনে আচিয়েং, কার্তিকা অঙ্গমুথু, রেস্টি নার্জারি, এলসাদাই। হোপসের একমাত্র গোলদাতা গ্লেডিস অ্যামফোবিয়া। এই জয়ের সুবাদে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ১১ ম্যাচে ৩০ পয়েন্ট।
