বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি আইএফএ
জোর কদমে চলছে ইস্টবেঙ্গলের দল গঠন। রাজস্থান এফসি থেকে ডিফেন্ডার মার্তান্ড রায়নাকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল ৷ রাজস্থান দলের থেকে ছ’ফুট দু’ইঞ্চি উচ্চতার ডিফেন্ডার যোগ দিলেন লাল-হলুদে ৷
তিন বছরের চুক্তিতে লাল হলুদে যোগ দিলেন রায়না।।
কলকাতা লিগে ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারাল ইউনাইটেড স্পোর্টস। এই ম্যাচে ক্লাবপ্রথমার্ধে কোনও পক্ষই কোনও গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে তাসের ঘরের মতো ভেঙে পড়ল সাদা কালো ব্রিগেড । ৬৪ মিনিটে দীপেশ মুর্মুর গোলে এগিয়ে যায় ইউনাইটেড।। ৭৫ মিনিটে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সাহিল হরিজন। এর দু’মিনিট পর তৃতীয় গোল সাহিলেরই।
ইউনাইটেড ম্যাচের আগে ডামাডোল পরিস্থিতি তৈরি হয় সাদা কালো ব্রিগেড।। কিছুদিন আগেই কাশিমভের বকেয়া বেতন না মেটানোর জন্য ফিফার নির্বাসনের চিঠি পেয়েছিল মহামেডান ক্লাব। মঙ্গলবার ফের আরও একটা ট্রান্সফার ব্যানের চিঠি পেয়েছিলেন মহামেডান কর্তরা। এবার অ্যালেক্সিস গোমেজের বেতন না মেটানোর জন্য চিঠি আসে মহামেডান স্পোর্টিং ক্লাবে।
মহামেডানকে হারিয়ে তারক হেমব্রমকে জয় উৎসর্গ ইউনাইটেড স্পোর্টস ফুটবলারদের…মহামেডানকে হারানোর পর ম্যাচ শেষে তারক হেমব্রমের সুস্থতা কামনায় বিশেষ পোস্টার রাখল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কোচ-ফুটবলাররা। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। তবে প্রায় দেড় মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে।